জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ২৪ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত
- নিজস্ব প্রতিবেদক
- ১১ জুন ২০২৪, ০০:১৪
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলাজনিত বিষয়ে মোট ২৪ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য অভিযোগনামা ও অভিযোগ বিবরণী ব্যুরোর প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া ১১ থেকে ২০ গ্রেডের ১৬ জন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরে সভাপতিত্বে প্রতিষ্ঠানের মে মাসের মাসিক সমন্বয় সভায় প্রশাসনিক শাখার কার্যক্রম নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, মাসিক সমন্বয় সভার এসব সিদ্ধান্ত অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) ও পরিচালক (প্রশাসন ও অর্থ) বাস্তবায়ন করবেন। বৈঠকে মামলা সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে বলা হয়েছে, বিএমইটি ও এর অধীন অফিসগুলোর উচ্চ ও নিম্ন আদালতে (প্রশাসনিক ট্রাইব্যুনালে চাকরিসংক্রান্ত মামল, বিএমইটির অধীন দফতরগুলোর চলমান রিট (উচ্চ আদালত) চাকরিসংক্রান্ত মামলা, রিট পিটিশন মামলা (বিধি) রিট পিটিশন মামলা (রিক্রুটিং এজেন্সি সংক্রান্ত) কনটেম্পট মামলা বিবরণ, ফৌজদারি ও দেওয়ানি মামলা, শ্রম আদালত ও শ্রম আপিল আদালতের মামলা, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ অনুসারে দায়ের করা মামলা (জেলা পর্যায়ে), ২৪২ মামলার তথ্যাদি প্রশাসনিক মন্ত্রণালয়/প্যানেল আইনজীবীর চাহিদা মোতাবেক প্রতিনিয়ত চাহিত তথ্যাদি প্রেরণ করা হয়ে থাকে বলে বৈঠকে জানানো হয়। এ ছাড়া আউট সোর্সিংয়ের মাধ্যমে আউট সোর্সিং প্রতিষ্ঠান নিয়োগসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।
গতকাল রাত সাড়ে ৭টার দিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) শাহ্ আব্দুল তারিক এর সাথে এই প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাভারে একটি ট্রেনিংয়ে রয়েছেন বলে জানান।