১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজপথে বিএনপির হুমকি মোকাবেলায় প্রস্তুত : কাদের

আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য রাখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের : নয়া দিগন্ত -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন করতে পারবে না। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। আমরা ভয় পাই অগ্নিসন্ত্রাসের। যে আগুন-সন্ত্রাসের সংস্কৃতি বিএনপি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। প্রতিরোধ করতে হবে। সেটা আমরা আগেও করেছি, ভবিষ্যতেও এ ধরনের হুমকির মোকাবেলা করতে রাজপথে আমরা প্রস্তুত।
গতকাল রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৩ জুন দলের ৭৫ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের নিয়ে এই যৌথসভার আয়োজন করা হয়। ‘সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যাকাণ্ড আবারো শুরু হয়েছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, সীমান্ত এলাকায় মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে। বিএনপি আমলে তো এটা আরো বেশি ছিল। কোনো ঘটনা ঘটলে দুই দেশ একসাথে বসে আলাপ-আলোচনা করছে। পুনরাবৃত্তি ঘটলে কার্যকর ব্যবস্থার উদ্যোগ নেয়া হচ্ছে। তাই এখানে হত্যার উৎসব বিএনপির আবিষ্কৃত শব্দ। তারা নিজেরা যা চর্চা করেছে, এখনো তাই হচ্ছে বলে মনে করছে।
বাজেট দেয়া হয়েছে রাঘববোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য- এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাজেট করা হয়েছে রাঘববোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করার জন্য নয়। বিএনপি আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, অন্ধকার গহ্বর থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুটপাট করে কেউ এখানে পার পাবে না। কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা সাইফুর রহমানও করেছেন (চারদলীয় জোট সরকারের অর্থমন্ত্রী) এবং খালেদা জিয়াও করেছেন। তারাও তাহলে দৃর্বৃত্ত? আদার দিয়েছি রুই-কাতলা ধরার জন্য।
সাবেক আইজিপির দুর্নীতির সাথে সরকার দলীয় এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানের জড়িত থাকার সংবাদ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিভাবে জড়িত? পত্রিকায় আসলেই কি হবে? প্রমাণ করতে হবে।

 


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল