বাংলাদেশে বছরে ২০ হাজার মানুষের ব্রেন টিউমার হয়
- নিজস্ব প্রতিবেদক
- ১০ জুন ২০২৪, ০১:০৭
বাংলাদেশে বছরে ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়। তবে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বে প্রতি এক লাখ মানুষের মধ্যে চারজন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে থাকে। এর বিপরীতে উন্নত বিশ্বে প্রতি এক লাখে ১৫ জন মানুষের ব্রেন টিউমার হয়ে থাকে। বিভিন্ন ধরনের রেডিয়েশনের কারণেই ব্রেন টিউমার হয়ে থাকে। তরুণ নিউরো সার্জনরা অনেক দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা দিতে পারদর্শী। প্রযুক্তিনির্ভর ব্রেন টিউমার অপারেশনে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে চলছে।
‘ব্রেন হেলথ এন্ড প্রিভেশন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব ব্রেন টিউমার দিবস-২০২৪ উপলক্ষে নিউরোসার্জনরা এসব তথ্য দেন। দিবসটি উপলক্ষে গতকাল রোববার দুপুরে বিএসএমএমইউতে শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভিসি অধ্যাপক ডা: দ্বীন মোহা: নূরুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা: মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: আফজাল হোসেন।
সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থান করেন সহযোগী অধ্যাপক ডা: আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ডা: কে এম আতিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা: সুমন রানা ব্রেন টিউমারের ওপর পৃথক তিনটি পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বাংলাদেশে প্রতি বছর তিন হাজার ব্রেন টিউমারের অপারেশন হয়। নিউরোসার্জিক্যাল সেন্টারগুলোকে আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত করলে এবং দেশের সব জেলা হাসপাতালে নিউরোসার্জারি চালু করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ব্রেন টিউমার, হেড ইনজুরি প্রভৃতি বিষয়ে চিকিৎসার সুযোগ পাবে। সময়মতো ব্রেন টিউমার অপারেশন করলে ব্রেন টিউমার ভালো হয় এবং মৃত্যুঝুঁকি ও পঙ্গুত্ব কমে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা