১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

রংপুরে সিএনজি-বাস সংঘর্ষ শিক্ষিকাসহ নিহত ৫

-


রংপুরে সিএনজি-বাস সংর্ঘষ শিক্ষিকাসহ ৩ জন নিহত হয়। এছাড়া সরিষাবাড়ি ও কক্সবাজারে আরো ২ জন নিহত হয়েছে।
রংপুর অফিস জানায়, রংপুরের সড়কগুলোতে বাড়ছে মৃত্যুর মিছিল। শনিবার সিএনজি ও বাসের সংঘর্ষে সরকারি কলেজের একজন নারী শিক্ষক, ভার্সিটি শিক্ষার্থীসহ মারা গেছেন তিনজন। আহত হয়েছেন অন্তত ৯ জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তা সম্প্রসারণ না হওয়া এবং প্রশিক্ষণবিহীন সিএনজি চালকের কারণেই এই দুর্ঘটনা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাগলাপীর-ডালিয়া সড়কের গঙ্গচাড়ার দক্ষিণ খলেয়া এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের আনসার সদস্য ও তারাগঞ্জ উপজেলার বসুনিয়া হাজীপাড়া গ্রামের মেহেরুল ইসলাম (৩৫), কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার দিবা রানী সরকার (৪০) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমু আক্তার (২২)। তার বাড়ি পুটিমারী ইউনিয়নের ভেরভেরী গ্রাম। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
এ ছাড়াও এখন হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন সিএনজির যাত্রী রংপুর মহানগরীর বাহারকাছনা এলাকার মাসুম মিয়ার ছেলে ওহিদুল ইসলাম (৩২), কিশোরগঞ্জ উপজেলার ভেরিবাড়ি এলাকার আশরাফুল ইসলামের ছেলে মমিনুর ইসলাম (৩৭) এবং বাসের হেলপাড় রহিদুজ্জামান।
নীলফামারীর কিশোরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম জানান, ‘দিবা রানী সরকার আমার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি নিয়মিত কলেজে যাতায়াত করতেন। রংপুর থেকে বাসে পাগলাপীর যেতেন, পাগলাপীর থেকে সিএনজিতে কলেজে যেতেন। রংপুর-কিশোরগঞ্জে সরসারি বাসের যোগাযোগ না থাকায় অটো ও সিএনজিতেই চাকরিজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এখানে সিএনজি ছাড়া বিকল্প কোনো মাধ্যম নেই। যারা সিএনজি চালান। তারা প্রশিক্ষিত নন এবং রাস্তাটিও সরু, দীর্ঘদিন সংস্কার করা হয় না। সে কারণেই আজকের দুর্ঘটনা।’
সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা জানান, সরিষাবাড়িতে গতকাল শনিবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় শান্ত (১৩) নামে এক কাকরাগাড়ীর (মাহেন্দ্র) শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার চরবাঙ্গালী এলাকায় বাউসী বাজার-ধনবাড়ী সড়কে শনিবার সকাল ১০টায় পেছন থেকে মাহেন্দ্র ট্রাক্টর সামনে থাকা আরেকটি মাহেন্দ্র ট্রাক্টরকে ধাক্কা দিলে হেলপার শান্ত মিয়া গাড়ি থেকে ছিটকে পড়ে। এ সময় শান্ত মিয়া পেছনের ট্রাক্টর ড্রাইভার রুবেল মিয়ার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে ডোয়াইল ইউনিয়ন চর হাটবাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
কক্সবাজার অফিস জানায়, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে তুষার নামে এক পর্যটক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন জাহেদ নামের আরো এক পর্যটক।
তারা দু’জনইই কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন বলে জানা গেছে। গতকাল সন্ধ্যা ৬টায় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল চালাচ্ছিলেন দুই পর্যটক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুষার ও জাহেদ কলাতলী বেলী মোড়ের রেন্ট এ বাইক থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে মেরিন ড্রাইভে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি সিএনজি বেবি ট্যাক্সির সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই পর্যটক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন এবং জাহেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


আরো সংবাদ



premium cement