১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানুষ এখন প্রকাশ্যে কান্না করতেও ভয় পায় : রিজভী

জাতীয়তাবাদী তাঁতি দলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত -

মানুষ এখন প্রকাশ্যে কান্না করতেও ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতী দল।
রিজভী বলেন, জিয়াউর রহমান জনগণের অন্তরে যে স্থায়ী ছাপ রেখে গেছেন এটি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা হাজার চেষ্টা করেও মুছে ফেলতে পারেনি। তিনি যা অর্জন করেছেন তা আওয়ামী লীগ নেতাদের নেই। ওদের নেই বলেই ওরা অপপ্রচার করে।
স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান- এ তথ্য জানিয়ে রিজভী বলেন, এ কথা তো আওয়ামী লীগের অনেক মন্ত্রী-নেতা স্বীকার করেছেন। এটাকে অস্বীকার করবে কী করে? জোর করে ওরা এটাকে মিথ্যা বানানোর চেষ্টা করে। ধমকি দিয়ে হুমকি দিয়ে আদালতকে কবজায় নিয়ে এরা ইতিহাস বিকৃত করে। এভাবে করলে কি আসল ইতিহাস ভুলিয়ে দেয়া যাবে? কখনো যাবে না, যায়নি, এটা কখনো ভবিষ্যতেও সম্ভব হবে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মুক্তিযোদ্ধা কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন আওয়ামী লীগ নেতা, মামা আওয়ামী লীগের এমপি, খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা, এদের ঢুকানোর জন্যই এই প্রক্রিয়া চলছে। আমরা ফ্যাসিবাদের এক চরম বিষবাষ্পের মধ্যে বসবাস করছি।
রিজভী বলেন, মানুষের শেষ আশ্রয় আদালত, আইনসঙ্গতভাবে সেটিতে রুল অব ল অর্থাৎ বিচারবিভাগের যে স্বাধীনতা এই স্বাধীনতা নেই বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। সেটি না হলে যশোরের নোয়াপাড়ার একজন মহিলা আফরোজা বেগম তাকে পুলিশ ধরে নিয়ে গেল ফ্যানের সাথে টানিয়ে টর্চার করল, মেরেও ফেলল। এটার কারণ হচ্ছে দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগের কাছে মানুষের যে শেষ আশ্রয়, সে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই বলেই আজকে পুলিশ বেপরোয়া।’
তিনি আরো বলেন, ‘মানুষ এখন চোখ দিয়ে পানি ফেলতেও ভয় পায় যদি এটা আওয়ামী লীগের লোক দেখে, যদি পুলিশ দেখে, পরে যদি আমার আবার বিপদ হয়। মানুষ এখন হৃদয়ের মধ্যে কান্নাকাটি করছে, অন্তরের মধ্যে কান্নাকাটি করছে অর্থাৎ মানুষ কান্না করতেও ভয় পাচ্ছে। এই সমাজ এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি।’
সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement