১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সবুজ আন্দোলনের মানববন্ধনে বক্তারা

আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়া বাংলাদেশের অধিকার

-

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। বছরে কয়েকবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবের শিকার বাংলাদেশ। মূলত পৃথিবীজুড়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার ফলে কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ায় জলবায়ু বিরূপ আচরণ করছে। উন্নত রাষ্ট্রগুলো তাদের কর্তৃত্ব ধরে রাখতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ না করে দিন দিন আরো বৃদ্ধি করছে। ফলে সারা পৃথিবীতে প্রায় ৩০টি রাষ্ট্র হুমকির মুখে পড়েছে। দেখা দিয়েছে মরুময়তা, অনাবৃষ্টি-অতিবৃষ্টি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের দাবিতে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আয়োজিত মানববন্ধনে বক্তার এ কথা বলেন। মানববন্ধনে এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ সামনে রেখে সারা দেশে সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, অপরিকল্পিত গাছ কর্তন ও বিদেশী প্রজাতির গাছ আমদানির মাধ্যমে বাংলাদেশকে একশ্রেণীর সিন্ডিকেট ব্যবসায়ী হুমকির মুখে ফেলছে। দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ জোরদার করে প্রজনন বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে।
মানববন্ধনে আরো বক্তৃতা করেন, সাবেক মন্ত্রী ও বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান পাট গবেষক শামস আল মামুন, জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, নিরাপদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, পরিচালক অভিনেতা উদয় খান, টেলি কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক মুর্শিদুল হক, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান, সহ দফতর সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।


আরো সংবাদ



premium cement