প্রাণ বাঁচাল নেকলেস
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৬ জুন ২০২৪, ০০:০০
দশমিক ২২ ক্যালিবারের বুলেটটা ছুটে আসছিল লোকটির দিকে। তবে সৌভাগ্যক্রমে তার গলায় পরা ছিল মোটা একটি নেকলেস। এটিই আটকে দেয় বুলেট। বলা চলে এই নেকলেসই বাঁচিয়ে দেয় তার জীবন।
অবিশ্বাস্য এ ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের কাছের এক শহর কমার্স সিটির। বুলেটটি ১০ মিলিমিটার চওড়া রুপার ওই নেকলেসে আটকে যাওয়ায় লোকটির গলায় কেবল খোঁচা খাওয়ার মতো একটি দাগ হয়।
কমার্স সিটি পুলিশ ডিপার্টমেন্টের সূত্রে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
পুলিশ জানিয়েছে একটি বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে অন্য একজন ওই ব্যক্তিকে গুলি করেন। গত ২৮ মে এ ঘটনা ঘটে।
পুলিশের কর্মকর্তারা ফেসবুকে ওই চেইনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তারা উল্লেখ করেন, ‘তিনি একটি বুলেটকে ফাঁকি দিয়েছেন, আরেকটু পরিষ্কারভাবে বললে ওটাকে আটকে দিয়েছেন। আর কেবল ওই মোটা রুপার চেইনের কারণেই গতকাল ওই শুটিংয়ের পরও ভদ্রলোক বেঁচে গেছেন।’
এ দিকে যে ব্যক্তিটি গুলি করেছেন তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অবশ্য ভুক্তভোগী কিংবা অভিযুক্ত- কারোরই নাম প্রকাশ করা হয়নি।
অবশ্য পুলিশ জানিয়ে নেকলেসটির রঙ রুপালি হলেও এটি খুব সম্ভব খাঁটি রুপার তৈরি নয়। কারণ রুপা বেশ নরম একটি ধাতু। এটির বুলেট আটকাতে সক্ষম হওয়ার কথা নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা