সিয়ামের গ্রেফতারের বিষয় আনঅফিসিয়ালি জানিয়েছে কাঠমান্ডু পুলিশ
আরো একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী- নিজস্ব প্রতিবেদক
- ০৫ জুন ২০২৪, ০১:১৮
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত সিয়ামের গ্রেফতারের বিষয় আনঅফিসিয়ালি নিশ্চিত করেছে কাঠমান্ডু পুলিশ। তবে অফিসিয়ালি এখনো জানায়নি তারা। এ দিকে ঢাকায় গ্রেফতারকৃতদের মধ্যে তানভীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এ দিকে ডিএনএ টেস্টের জন্য ভারতে যাওয়ার ভিসা পেয়েছেন নিহত আজিমের মেয়ে ডরিন।
চার দিনের সফর শেষে গতকাল বিকেলে দেশে ফেরে নেপালে যাওয়া বাংলাদেশ পুলিশের চার সদস্যের প্রতিনিধিদল। বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দলের প্রধান ডিএমপির জয়েন্ট কমিশনার হারুন অর রশীদ বলেন, কাঠমান্ডু পুলিশ আমাদের আনঅফিসিয়ালি জানিয়েছে, তারা সিয়ামকে গ্রেফতার করেছে। আমরা তাদের সাথে কথা বলেছি। তবে বাংলাদেশের সাথে নেপালের বন্দিবিনিময় চুক্তি নেই। সিয়াম ভারতের পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড। ভারতের সাথে নেপালের বন্দিবিনিময় চুক্তি রয়েছে। নেপাল যদি ভারত কিংবা বাংলাদেশের কাছে সিয়ামকে হস্তান্তর করে তবে তদন্তে কোনো সমস্যা হবে না।
যদি একই অপরাধের ক্ষেত্রে দু’টি দেশ আসামিকে দাবি করে তবে হোস্ট কান্ট্রি হিসেবে নেপাল বিবেচনায় আনবে অপরাধের ধরনটা কী। হত্যা মামলা কোথায় সংঘটিত হয়েছে। নেপাল বিভিন্ন বিবেচনা করার পর সিদ্ধান্ত নেবে সিয়ামকে তারা কোনো দেশের কাছে হস্তান্তর করবে। হারুন অর রশীদ আরো বলেছেন, ভারত যেহেতু আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র, আমাদের ও ভারতের উদ্দেশ্য এক ও অভিন্ন। বিভিন্ন তথ্য আদান-প্রদান করছি ভারতের সাথে। দুই দেশের তদন্ত কর্মকর্তারা কাজ করছেন এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে। সিয়ামকে ভারতের পুলিশের কাছে দিলে আমাদের তদন্তে কোনো সমস্যা হবে না। সিয়ামকে যদি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে তাহলে আলামত উদ্ধারের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবে। আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করতে পারব।
এ দিকে আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন তানভীর ভূঁইয়া (৩০)। গতকাল মঙ্গলবার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার একই মামলায় আসামি শিলাস্তি রহমান একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এ ছাড়া গত সোমবার আনোয়ারুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো: আক্তারুজ্জামানসহ ১০ জনের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য সরবরাহ করার আদেশ দেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান একই আদালতে একটি আবেদন করেন। শুনানি শেষে আদালত ডিবির আবেদনটি মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানসহ তিন আসামির গত ২৪ মে আট দিনের এবং ৩১ মে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর আসামি হলেন শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬)। এর আগে গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
এ দিকে লাশের খণ্ডিত অংশের ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল দিতে যেকোনো সময় ভারত যাচ্ছেন ডরিন। ২২ মে ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে আবেদন করেন তিনি। ১২ দিন পর ভিসা পেয়েছেন। এখন ডিবি পুলিশের সাথে কথা বলে যেকোনো সময় কলকাতার উদ্দেশে যাত্রা করবেন। গত ২২ মে মুমতারিন ফেরদৌস ডরিন ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন। আবেদনের ১২ দিন পর ভারতের ভিসা পেয়েছেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা