এসি চালিয়ে ঘুম চোরের
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৫ জুন ২০২৪, ০১:১৫
ফাঁকা বাড়িতে চুরি করতে এসে এসি চালু করে ঘুমিয়ে পড়ে এক চোর। পরে ওই চোরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনা ভারতের।
জানা যায়, উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরানগরে তালাবদ্ধ এক বাড়িতে চুরি করতে গত শনিবার রাতে ঢুকে পড়ে বেচারা চোরটি। এরপর ওই বাড়িতে থাকা মূল্যবান জিনিস হাতিয়ে নেয় সে। এর মধ্যে তার নজরে পড়ে এসি। তাই এসি চালু করে একটু বিশ্রাম নেয়া শুরু করে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাড়িটি ছিল এক চিকিৎসকের। ওই চোর বিশ্রামের জন্য শুয়ে পড়লে একদম সকালে জেগে ওঠেন। উঠেই দেখেন তার চার পাশে পুলিশের দল। এ দিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর থানার আওতাধীন ইন্দিরা নগরের সেক্টর ২০-এ অবস্থিত সুনীল পান্ডে নামের এক চিকিৎসকের তালাবদ্ধ বাড়িতে এ ঘটনা ঘটে। সুনীল পান্ডে বলরামপুর হাসপাতালে কাজ করেন এবং বাড়ি ছেড়ে বারাণসীতে যান। এ সুযোগেই অভিযুক্ত ব্যক্তি ওই বাড়িতে ঢুকে মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। তবে অনেক মাতাল থাকায় সেখানেই ঘুমিয়ে পড়েন। সকালে পান্ডের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। এমন পরিস্থিতিতে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। এরপরেই পুলিশ এসে দেখতে পান, অভিযুক্ত কপিল চুরি করা মূল্যবান জিনিস নিয়ে ঘুমিয়ে আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা