১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আলোচনা সভায় বক্তারা

মানিক মিয়া সব সময় স্বাধীনতার পক্ষে কলম ধরেছেন

-

সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া সব সময় সংবাদপত্র ও স্বাধীনতার সপক্ষে জোরালোভাবে কলম ধরেছেন। তিনি নাগরিক স্বাধীনতায় বিশ্বাস করতেন বলে অকপটে গণতন্ত্রের কথা বলতেন। এ ক্ষেত্রে তার আপসকামিতা ছিল না। যারা রাজনীতির নামে, সাংবাদিকতার নামে আপসবাদী ছিলেন, তাদের তিনি মনেপ্রাণে ঘৃণা করতেন। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক-সাংবাদিক মানিক মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় গতকাল বক্তারা এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে আয়োজিত এ সভার আয়োজন করে মানিক মিয়া পরিষদ ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। সভায় প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক অধিকার পার্টির সভাপতি অধ্যাপক সাহেদা ওবায়েদ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ১৯৬৯ এর গণআন্দোলন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ।

সাহেদা ওবায়েদ বলেন, মানিক মিয়া বিশ্বাস করতেন পেশাগত সততার। পূর্ব বাংলায় তৎকালীন শাসকগোষ্ঠীর কালো আইনের কোপানলে পড়ে যে সংবাদপত্র প্রতিষ্ঠানটি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তা হলো ইত্তেফাক এবং যে মহান সংগ্রামী সাংবাদিক সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছেন তিনি হলেন মানিক মিয়া। ক্ষমতাসীনদের জেল-জুলুম উপেক্ষা করে তিনি সংবাদপত্রের স্বাধীনতার জন্য বলিষ্ঠ লেখনী চালিয়েছেন। তার প্রাণ প্রিয় পত্রিকা, প্রেস কিংবা নিজেকে ক্ষমতাসীনদের রোষানল থেকে বাঁচানোর জন্য তিনি কলম হাতে ধরেননি, তিনি কলম হাতে ধরেছিলেন যথার্থভাবেই সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বাধিকার অর্জনের জন্য।
তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা তথা জনসমাজের স্বাধীনতার জন্যই মানিক মিয়া নাগরিক ঐক্যের কথা বলেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার ব্যাপারটি তার সময়ে এত ঘটেছিল যে, শৃঙ্খলিত সংবাদপত্রের অবস্থান এবং জনসমাজের দুর্গতি তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তাতে এটা বুঝতে বাকি ছিল না যে, সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতার কথা মানিক মিয়ার মতো এত জোরালোভাবে কেউ বলে যেতে পারেননি।
অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী আরেফ ফাউন্ডেশন সভাপতি কাজী মাসুদ আহমেদ, কলামিস্ট-সাহিত্যিক ও কবি নাহিদ রোকসনা, জনতা ফ্রন্ট সভাপতি আবু আহাদ আল মামুন দিপু মীর, ন্যাপ সভাপতি ভাসানী স্বপন কুমার সাহা প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement