১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শার্শায় যুবককে কুপিয়ে হত্যা

-

যশোরের শার্শা লক্ষণপুর ইউনিয়নে হরিনাপোতা গ্রামে মুসা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে হরিনাপোতা গ্রামের মৃত আতাল হকের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোহর হাসপাতালে ভর্তি করেন । পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য মো: হানিফ জানান, মুসা মান্দারতলা বাজারে একটি চায়ের দোকান বসেছিল হঠাৎ দুটি মাইক্রোতে করে একদল দুর্বৃত্ত এসে মুসাকে এলোপাতাড়ি ভাবে দা দিয়ে কুপাতে থাকে। পরে মারা গেছে ভেবে মুসাকে ফেলে তারা চলে যায়। যাওয়ার সময় দুটি বোমা ফাটিয়ে যান বলে জানান ইউপি সদস্য।
ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেলে শার্শার হরিনাপোতা গ্রামের মুসা নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। হত্যার বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে। কে বা কারা কি কারণে তাকে কপি হত্যা করেছে তার জন্য তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকের ব্যাপারে শার্শা থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement