চট্টগ্রাম বন্দরের চ্যানেলে আটকে পড়া জাহাজ সরানো হয়েছে
- চট্টগ্রাম ব্যুরো
- ২৯ মে ২০২৪, ০১:৫৪
চট্টগ্রাম বহির্নোঙর থেকে বন্দরের মূল জেটিতে যাওয়ার পথে স্টিয়ারিং লক হয়ে চীনা পতাকাবাহী এমভি শিজি ফেং নামের একটি জাহাজ বন্দর চ্যানেলে আটকা পড়ে। গতকাল দুপুর পৌনে ২টার দিকে আটকা পড়া জাহাজটি বিকেল ৪টা নাগাদ শক্তিশালী চারটি টাগবোটের সহায়তায় চ্যানেল থেকে সরানো হয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার পৌনে ২টার দিকে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের বিপরীতে গুপ্ত বয়া এলাকার কাছে কর্ণফুলী চ্যানেলে ৫০০ টন স্টিল কয়েল বোঝাই চীনা পতাকাবাহী জাহাজটি আটকে যায়। সূত্র মতে, জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে জেটিতে ভিড়তে যাওয়ার সময় কারিগরি ত্রুটিতে স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বন্দর চ্যানেলের ডান দিকে সরে যেতে থাকে। সেখানে একটি ভাসমান বয়ার চেইনের সাথে জাহাজের প্রোপেলার পেঁচিয়ে আটকে যায়।
পরে জাহাজটি উদ্ধারে বন্দর কর্তৃপক্ষের চারটি শক্তিশালী টাগবোট দ্রুত ঘটনাস্থলে যায় এবং জাহাজটির প্রোপেলারে আটকে যাওয়া বয়ার চেইন কেটে ফেলে। পরে টাগবোটের সাহায্যে বিকেল ৪টা নাগাদ জাহাজটিকে বহির্নোঙরে নিয়ে যাওয়া হয়। সেখানে জাহাজটির প্রয়োজনীয় মেরামত কাজ শেষ করে পরে বন্দরের জেটিতে নিয়ে আসা হবে।
বন্দর সূত্র আরো জানিয়েছে, জাহাজটি ২৫ হাজার টন স্টিল কয়েল নিয়ে এসেছিল। বন্দরে ২০ হাজার টন খালাসের পর ঘূর্ণিঝড় রিমালের কারণে বাকি ৫০০ টন পণ্য খালাস না করেই জেটি ছেড়ে গভীর সাগরে পাঠিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙররত ১৯টি বাণিজ্যিক জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেয়া হয়েছিল। এমভি শি জি ফেং জাহাজটিও এদের মধ্যে একটি। আবহাওয়া অনুকূল হওয়ায় গভীর সাগরে পাঠিয়ে দেয়া জাহাজগুলো গতকাল সকাল থেকে আবার জেটিতে ফিরিয়ে আনা হচ্ছিল।