বিএনপি-জামায়াত মোকাবেলায় যুবলীগকে সংগঠিত হতে হবে
- নড়াইল প্রতিনিধি
- ২৯ মে ২০২৪, ০১:৫২
দীর্ঘ ২৯ বছর পর নড়াইল জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। জেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার গতকাল দুপুরে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন- যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথির বক্তব্য দেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এবং বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক শক্তি মোকাবেলায় যুবলীগকে সংগঠিত হতে হবে। একটি চিহ্নিত গোষ্ঠী বাংলাদেশকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। ওই গোষ্ঠী এ দেশে পাকিস্তানি শাসনও কায়েম করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ওই সব অশুভ শক্তি প্রতিহত করে দেশকে সোনার বাংলায় পরিণত করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ গণতন্ত্র উদ্ধার ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
এ দিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, সহিংসতাকে একমাত্র রাজনৈতিক কৌশল বলে মনে করে বিএনপি। তাই বিএনপি ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না।
নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি।
সম্মানিত অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নড়াইল-২ আসনের এমপি হুইপ মাশরাফি বিন মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, ফরিদপুর-৪ আসনের সংসদ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ অনেকে।
বিশেষ বক্তা ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপকৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মোল্যা রওশন জামির রানা, কার্যনির্বাহী সদস্য কাজী বশির আহমেদ, শেখ তরিকুল ইসলাম, এ এন এম ইমরুল হক, শাহিন আহমেদ ও সজিবুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাউসুল আজম মাছুম ও মাহফুজুর রহমান মাহফুজ।
দলীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালের ১৮ অক্টোবর। এরপর ২০০৫ সালের ৩ মার্চ এবং সর্বশেষ ২০১৮ সালের ৪ মার্চ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা