১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

যশোরে ৩ জনসহ নিহত ৫

-


যশোরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস উল্টে দুইজন ও কভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া কুমিল্লা ও কিশোরগঞ্জে দুইজন ভ্যান চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
যশোর অফিস জানায়, যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস উল্টে নিহত হয়েছেন সুপারভাইজারসহ দুইজন। অপরজন কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের যাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী (৪০), বাসের সুপারভাইজার ঢাকার জুরাইন শ্যামপুর এলাকার নাসিরুদ্দিনের ছেলে তৌফিকুর রহমান (২৪) ও যশোর শহরের নীলগঞ্জ তাতিপাড়া এলাকার সন্তোষ কুমার সাহার ছেলে প্রফুল্ল কুমার সাহা (৬০)।

স্থানীয় ও আহতরা জানান, সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে তারা বাইরে এসে বাসে যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের নিচ থেকে নিহত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। এ ছাড়া আহত পাঁচজনকেও হাসপাতালে পাঠানো হয়। আহতদের দাবি চালক হেলপারকে গাড়ি চালাতে দেন। বৃষ্টির মধ্যে বাসের হেলপার বেপরোয়া গতিতে চালাচ্ছিল। সে নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।
এ ছাড়া যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিজিবি হেডকোয়ার্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দু’টি দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে অন্য গাড়িতে ধাক্কা দিয়ে ফল বোঝাই পিকআপ ভ্যানের চালক মো: মিলন (৪০) নিহত হয়েছেন। নিহত চালক সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গরিয়া ডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে। গতকাল সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা এলাকায় চট্টগ্রামগামী ফল বোঝাই পিকআপ ভ্যানটি সামনে থাকা অজ্ঞাতনামা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ড্রাইভার মিলন গুরুতর আহত হন। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় গুরুতর আহত চালক মিলনকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ভ্যান চালক মঞ্জিল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত রোববার রাত ৮টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়া বাজার সংলগ্ন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জিল মিয়া উপজেলার চরপলাশ গ্রামের মৃত শেকান্দর আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিল। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই থানার বাসস্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী ডি লিংক বাস ও নয়ারহাট থেকে মানিকগঞ্জগামী প্রিয়াংকা বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের যাত্রী ও ড্রাইভারসহ ১৫ জন আহত হন। দুর্ঘটনায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচরে যায়।

 


আরো সংবাদ



premium cement