১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

এনজিও কর্মকর্তাসহ নিহত ৪

-

সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে একজন এনজিও কর্মকর্তাসহ কুমিল্লা, নাটোর ও চট্টগ্রামে চার ব্যক্তি নিহত হয়েছেন।
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার হোমনায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ (২০) নিহত ও তার দুই আরোহী বন্ধু আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট ঘাড়মোড়া মসজিদসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার মিরশ্বিকারী পূর্বকান্দির গ্রামের শহীদ মিয়ার ছেলে। আহতরা হলেন- মধ্যকান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে মো: সাইফুল ও ডালিম মিয়ার ছেলে মো: ফারহান। থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, আকাশ রাজমিস্ত্রীর কাজ করতেন। সোমবার রাতে সে ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পাশর্^বর্তী ঘাড়মোড়া বাজারে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে উপজেলার সদর থেকে ঘাড়মোড়া বাজারে যাওয়ার পথে ছোট ঘাড়মোড়া মসজিদসংলগ্ন স্থানে নসিমনের সাথে তাদের মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। হোমনা থানার ওসি জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অজ্ঞাত নসিমন চালকের নামে সড়ক আইনে মামলা হয়েছে। নসিমন চালক পলাতক রয়েছে। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে মাটি বহনকারী নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক মেহেদী হাসান (২০) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে বড়াইগ্রাম সদর ইউনিয়নের পিওভাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নওগাঁ জেলার ধামইরহাটি উপজেলার চক ভবানী গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, বেশ কিছুদিন ধরে পিওভাগ গ্রামে এক মাটি ব্যবসায়ী ফসলি জমির মাটি কেটে রাতে বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে একটি ট্রাক্টর মাটি নামাতে গিয়ে উল্টে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে পড়ে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। গত সোমবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের দক্ষিণের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাকিব মোহাম্মদ মনিরুল আজম (৫৪) টাঙ্গাইল জেলার ভূঁইয়াপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে আবুল হোসাইন বলেন, রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন দক্ষিণের ব্রিজ এলাকায় কক্সবাজারমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে গেলে ট্রাক চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহী রাকিবের মৃত্যু হয়। এসআই বলেন, বিকেলে রাকিব রোহিঙ্গা ক্যাম্পের কাজ শেষ করেন। পরে রাত ৮টার আগ পর্যন্ত মোচনী বাজার এলাকায় পরিচিতদের সাথে সময় কাটান। রাতে মোটরসাইকেলযোগে টেকনাফ উপজেলা সদরে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো বলেন, বিকেলে টেকনাফের বিভিন্ন এলাকায় অল্প সময়ের বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের সময় কিছু পরিমাণ পানি মোচনী বাজারের দক্ষিণের ব্রিজের ওপর জমে থাকে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সেখানে পৌঁছলে বৃষ্টির জমে থাকা পানিতে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে ট্রাকচাপায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি মারা যান। গোপাল চন্দ্র চৌধুরী উপজেলার খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর তিনি মারা যান।


আরো সংবাদ



premium cement