গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ২১ মে ২০২৪, ০০:৫৮
‘ফিলিস্তিনের মানবিক বিপর্যয় ও গণহত্যা’ শীর্ষক এক আলোচনা সভায় দেশের বিশিষ্টজনরা বলেছেন, ফিলিস্তিনে নাগরিকদের ওপর ইসরাইল গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ ছাড়া অন্য সবাই এটি স্বীকার করছে। অথচ বাংলাদেশ ছাড়া আর কোনো দেশই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না। এ ব্যাপারে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্র্যাসি অ্যান্ড পিস স্টাডিজের উদ্যোগে ‘ফিলিস্তিনের মানবিক বিপর্যয় ও গণহত্যা’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন। আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক সাদেক রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালাচ্ছে। বিশ্ব মানবতাবাদীরা এর প্রতিকার করছে না। ওআইসি জাতিসঙ্ঘসহ কোনো সংস্থাই কার্যকর ভূমিকা পালন করছে না। আমরা ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর হত্যাকাণ্ড চেয়ে চেয়ে দেখতে পারি না। দল-মত নির্বিশেষে নিরীহ মানুষের হত্যাকাণ্ডের প্রতিকার করতে হবে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার করার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্ব মোড়লরা এক দিকে মানবাধিকারের কথা বলবে অন্য দিকে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাবে- এটা চলতে দেয়া যেতে পারে না। এটি মেনে নেয়া যায় না। তিনি আরো বলেন, বিশ^ব্যাপী ছাত্ররা আন্দোলন করছে। এর পরও যুক্তরাষ্ট্র অস্ত্র পাঠাচ্ছে- এটা যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা। এ জন্য বিশ্বের সব মানবাধিকার কর্মী এবং মুসলিম দেশগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে আলমগীর মহিউদ্দিন বলেন, ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চলছে আর মুসলমানরা চেয়ে চেয়ে দেখছে- এটা হতে পারে না। তিনি সব মুসলিমকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক হয়ে প্রতিকারের ব্যবস্থা করার আহ্বান জানান।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর হেলাল উদ্দিন বলেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কারণে তা সম্ভব হচ্ছে না। পশ্চিমাদের ভয়ভীতি উপেক্ষা করে বাংলাদেশ ইসরাইলি গণহত্যা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনিদের স্বাধীনতার ব্যাপারেও সোচ্চার রয়েছে। ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চলছে, তা চলতে দেয়া হলে পুরো মানবসভ্যতা ধূলিসাৎ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রকে বলতে চায়, ইসরাইলকে গণহত্যার জন্য সহায়তা বন্ধ করুন। ফিলিস্তিনকে মুক্ত করুন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, প্রফেসর ডক্টর দেওয়ান সাজ্জাদ, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের প্রমুখ।