বাংলাদেশী শিক্ষার্থীরা কিরগিজস্তানে ভালো আছেন: পররাষ্ট্রমন্ত্রী
- কূটনৈতিক প্রতিবেদক
- ২১ মে ২০২৪, ০০:৫৭
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীরা ভালো আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এখন পর্যন্ত সেখানে বাংলাদেশী শিক্ষার্থীদের গুরুতর আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। পাশের দেশ উজবেকিস্তান থেকে আমাদের রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে যেতে বলা হয়েছে। রাষ্ট্রদূত বিশকেকে পৌঁছে বাংলাদেশী শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাসে যাবেন। তিনি কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ পদক্ষেপ নেবেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিক্যাল শিক্ষার্থীর সাথে স্থানীয়দের সংঘর্ষের জেরে গত শুক্রবার রাতে বিদেশীদের ওপর হামলা শুরু হয়। এতে বিশকেকে বাংলাদেশী শিক্ষার্থীরাও হামলার শিকার হন।
একজন শিক্ষার্থীর দেশে ফেরার জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করার আবেদন জানিয়ে খোলা চিঠি দেয়া প্রশ্নে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের কোনো আবেদন করেননি।
এপোস্টল কনভেনশন অনুমোদন : পররাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক এই কনভেনশনে স্বাক্ষর করা হলে বিদেশগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিভিন্ন সনদ, দলিল, হলফনামায় নিজ দেশের যথাযথ কর্তৃপক্ষের সত্যায়ন থাকলে অন্য দেশে গিয়ে আবারো সত্যায়নের প্রয়োজন হবে না। এর ফলে বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে সব দেশের দূতাবাস নেই। দিল্লিতে ৯০টি দেশের দূতাবাস রয়েছে। সেখান থেকে সত্যায়ন করে আনতে আবার ভারতের ভিসা লাগে। এ সবের জন্য যে অর্থ ও সময় ব্যয় এবং পরিশ্রম হয়, এই কনভেনশনে যুক্ত হলে তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তিনি বলেন, এপোস্টল কনভেনশনে যুক্ত হতে ১২৬টি সদস্য রাষ্ট্রকে অবহিত করতে হয়, কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এটি কার্যকর হতে প্রায় ছয় মাস লাগবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা