বেপরোয়া লরি কেড়ে নিলো নবদম্পতির প্রাণ
বিভিন্ন স্থানে নিহত আরো ৭ জন- নয়া দিগন্ত ডেস্ক
- ১৯ মে ২০২৪, ০০:০০
মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল সানি ও তাসফিয়ার। শুক্রবার রাতে তাদের প্রাণ কেড়ে নিলো বেপরোয়া লরি। ওই দুর্ঘটনায় আরো নিহত হয়েছেন সানির ভাগ্নে সাকিব (৮)। এ ছাড়া অন্যান্য স্থানে সড়কে প্রাণ গেছে আরো ছয়জনের।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের বাটারফ্লাইসংলগ্ন পুকুরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাসফিয়া (২০), তার স্বামী আসাদুজ্জামান সানি (৩০) ও তার বোনের ছেলে নাজমুস সাকিব (৮)। আহতরা হলেন- মোহাম্মদ ইমরান (৮), নূরুল আমিন (২১) ও নুসরাত (৩৫)। পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম জানান, ‘সানি ও তাসফিয়ার তিন মাস আগে বিয়ে হয়েছে। তারা শুক্রবার সকালে পতেঙ্গার নাজিরপাড়া এলাকায় তাসফিয়ার বোন নুসরাতের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বিকেলে নুসরাত ও তার ছেলে নাজমুস সাকিবকে নিয়ে তারা নেভালে বেড়াতে যান। সড়কের পাশ দিয়ে হাঁটার সময় নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় তারা চারজনসহ মোট পাঁচজন আহত হন। সাকিবকে টেনে-হেঁচড়ে নিয়ে লরিটি পুকুরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের টিম এসে লরি উদ্ধারের পর সেখানে মৃত অবস্থায় সাকিবকে পাওয়া যায়।’ সানি ও তাসফিয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও আহত হয়েছেন ১১ জন। শনিবার খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্র কাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনা কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে ১৩ শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়ে মজুরি হিসাবে ২০ থেকে ৩০ মণ ধান পায়। ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়। স্থানীয়রা জানান, সড়কের দুই ধারের রাস্তার সম্প্রসারণের জন্য রাস্থা খুঁড়ে রাখার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে।
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান মিশু (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কষ্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার কয়েড়া গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে। সে জেলার ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেল যোগে ভূঞাপুর থেকে গ্রামের বাড়ি কয়রা ফিরছিলেন। পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের কষ্টাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে অবস্থা আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান ফারুক (৩০) নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটার পর থেকে প্রায় দুই ঘণ্টা স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। তারা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার দেবিদ্বারে বিরিয়ানির প্যাকেট আনতে গিয়ে ট্রাক্টর চাপায় প্রাণ গেল আফরোজা (৬) নামে এক শিশুর। শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পদ্মকোট গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা পদ্মকোট গ্রামের রিকশাশ্রমিক আবদুল আউয়ালের মেয়ে।
স্থানীয়রা জানান পদ্মকোট গ্রামে একটি ঈদগাহ প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনা সভা হয়। সভা শেষে উপস্থিত গ্রামবাসীর মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। বিরিয়ানির প্যাকেট নিতে আফরোজা সড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপরের সময় গাড়ি চাপায় জুয়েল রানা (৩৭) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর উত্তর বাজার আবু তালেবের ডেকোরেটর দোকানের সামনে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, ভোরে ফজরের নামাজ শেষে জুয়েল রানা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত জুয়েল রানা পাশের গফরগাঁও উপজেলার ছিপান গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় শারমীর গ্রুপের শ্রমিক ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা