সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না : ওবায়দুল কাদের
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ মে ২০২৪, ০০:০০
সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দুর্ঘটনা হলে তো কাউকে কেউ কিছু বলে না। শুনতে হয় আমাকে। কেউ বলে না বিআরটিএ চেয়ারম্যান কী করছে, সবাই আমাকে বলে। ৪০ বছরের পুরনো বাস কিভাবে সড়কে চলাচল করে? এত রাস্তা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, টানেল করা হচ্ছে কিন্তু যানজট বা দুর্ঘটনা কমছে না। সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না।
গতকাল বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৭ অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল না দেয়ার সিদ্ধান্তের কথা জানান। বলেন, আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, নো হেলমেট, নো ফুয়েল। আজ থেকে কোনোভাবেই হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেয়া হবে না।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ও পরে অনেক দুর্ঘটনা ঘটেছে। এগুলো মন্ত্রী নয়, মানুষ হিসেবে আমাদের কষ্ট দেয়। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ মোটরসাইকেল ও অটোরিকশা। এক অটোরিকশায় সাত থেকে আটজন থাকে। একটা দুর্ঘটনা হলে অটোরিকশার সবাই মারা যায়। আর মোটরসাইকেল তো আরেক উপদ্রব। এ সময় তিনি বলেন, সমতল থেকে পাহাড়ে আজকে সুন্দর সুন্দর রাস্তা, এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না। এ নিয়ে সংশ্লিষ্টদের টিম ওয়ার্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শব্দদূষণ রোধে ১০ বছর ধরে নিজে নিরাপত্তা বহরে হুটার ব্যবহার করেন না উল্লেখ করে তিনি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে হুটার ব্যবহার নিষিদ্ধ করা উচিত বলে মত দেন। সভায় ঢাকায় চলাচল করা লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি স্ক্রাব করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া ঢাকায় ব্যাটারি চালিত কোনো গাড়ি চলাচল করতে পারবে না বলে নির্দেশনা দেন মন্ত্রী। এ সময় সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান মেয়াদোত্তীর্ণ ও লক্করঝক্কর গাড়িগুলোকে ডাম্পিং নয়, সম্পূর্ণভাবে ধ্বংসের সুপারিশ করেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম, সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা