চোখ ওঠায় করণীয়
- ১৬ মে ২০২৪, ০০:০০
গ্রীষ্মকালে চোখে বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায়। তার মধ্যে চোখ ওঠা এমনই একটি সমস্যা। সাধারণত যেসব কারণে মানুষের চোখ ওঠে সেগুলো হলো-
উচ্চ তাপমাত্রা : উষ্ণ আবহাওয়ায় মানুষ বাইরে বেশি সময় কাটায়। ফলে আক্রান্ত মানুষের সংস্পর্শে আসার আশঙ্কা বেশি থাকে।
ধুলাবালু : এ ছাড়া শুষ্ক আবহাওয়ায় বাতাসে ধুলাবালুর পরিমাণ বেশি থাকে। এ জন্য চোখের জ্বালাপোড়া ও চোখ ওঠা রোগ হওয়ার আশঙ্কা থাকে।
ক্লোরিন : সাঁতারের পানিতে থাকা ক্লোরিন চোখের জ্বালাপোড়া ও চোখ ওঠা রোগের কারণ হতে পারে।
লক্ষণ : চোখ লাল হয়ে যাওয়া। চোখে চুলকানি হওয়া। চোখ জ্বালাপোড়া করা। চোখ থেকে পানি পড়া। চোখ থেকে ময়লা আসা। আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যাওয়া। ঝাপসা দৃষ্টি।
প্রতিরোধে করণীয় : রোদ থেকে চোখ রক্ষায় কালো চশমা ব্যবহার করা। কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করা। আগুন-রোদ-ধুলাবালু থেকে দূরে থাকা। পরিবারের সবার জিনিস আলাদা রাখা এবং আলাদাভাবে ব্যবহার করা। সেই সাথে ব্যথা বা চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা