১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুক্তিযোদ্ধার গেজেট বাতিল সুপারিশের এখতিয়ার জামুকার নেই : হাইকোর্ট

-

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কোনো মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ করার এখতিয়ার নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেন হাইকোর্ট বেঞ্চ ১৬ ডিসেম্বর, ১৯৭১-এর পর বিমানবাহিনীতে বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করায় গেজেট বাতিলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে এ রায় দিয়েছেন। একই সাথে রায়ে আদালত বলেছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর কোনো গেজেট বাতিলের সুপারিশের এখতিয়ার নেই।
আদালতে রিট আবেদনকারী পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মো: তৌফিক ইনাম টিপু, তাকে মামলা পরিচালনায় সহযোগিতা করেন আইনজীবী মো: অনিক হোসেন।
ব্যারিস্টার মো: তৌফিক ইনাম টিপু জানান, রিট আবেদনকারী মো: সামছুল আলম একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার পর বেসামরিক কর্মচারী হিসেবে বিমানবাহিনীতে যোগদান করেন। তার মতো অসংখ্য বেসামরিক কর্মচারী তিন সামরিক বাহিনীর তালিকায় বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। কিন্তু গত ২০১৯ সালের ১০ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ১৬ ডিসেম্বর ১৯৭১-এর পরে সামরিক বাহিনীতে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের সুপারিশ করেন। উক্ত সুপারিশের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারীসহ ৪৭ জন বিমানবাহিনীর বেসামরিক কর্মকর্তার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে গত ২০২০ সালের ৭ জুন তারিখে এক প্রজ্ঞাপন জারি করে এবং তাদের সম্মানী ভাতা স্থগিত করে। পরবর্তীতে এসব বেসামরিক কর্মচারী মুক্তিযোদ্ধাদেরকে আবারো মুক্তিযোদ্ধা প্রমাণসাপেক্ষে বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্র্ভুক্ত হতে আবেদন করতে বলেন। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী মো: শামছুল আলম আগস্ট ২০২০ সালে এ রিট আবেদনটি দায়ের করেন। আজ যার চূড়ান্ত রায় হলো। হাইকোর্ট তার রায়ে বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর কোনো গেজেট বাতিল বা সুপারিশের এখতিয়ার নেই। কিন্তু জামুকা রিট আবেদনকারীর গেজেট বাতিলের সুপারিশ করেন। ওই সুপারিশের প্রেক্ষিতে রিট আবেদনকারীসহ অন্যদের গেজেট বাতিল করা হয়, যা সম্পূর্ণ বেআইনি। হাইকোর্ট তাকে বকেয়া সম্মানী ভাতা প্রদানেরও নির্দেশ দেন। আদালত বলেন, তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-২০২২ অনুযায়ী জামুকা গেজেট বাতিলে সুপারিশ করতে পারবেন। তবে এক্ষেত্রে পৃথক তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হতে হবে।


আরো সংবাদ



premium cement