১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

-

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অ্যাসোসিয়েশন অব দি ইউনাইটেড স্টেট আর্মির (এইউএসএ) প্রেসিডেন্ট ও সিইও জেনারেল (অব:) রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গমন করেন।
সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৪-১৬ মে অনুষ্ঠিতব্য ঞযব খধহফ ঋড়ৎপবং চধপরভরপ (খঅঘচঅঈ) ঝুসঢ়ড়ংরঁস ধহফ ঊীঢ়ড়ংরঃরড়হ-২০২৪ এ অংশগ্রহণ করবেন।
এ সিম্পোজিয়ামের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা। সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সিম্পোজিয়াম শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৯ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement