রাজধানীতে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ
- ১৪ মে ২০২৪, ০১:৩০
ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরাঈলের নির্বিচার বোমা বর্ষণ ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। প্রধান বক্তা ছিলেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
সভাপতির বক্তব্যে ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, পাশ্চাত্যের উলঙ্গ সহযোগিতায় মাসের পর মাস গাজা ও রাফায় সন্ত্রাসবাদী ইসরাঈল মজলুম ফিলিস্তিনিদের উপর নারকীয় গণহত্যা চালাচ্ছে। পঁয়ত্রিশ হাজার নিরীহ নারী, পুরুষ ও শিশুদের তারা শহীদ করেছে। আশি হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তবুও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলো ইসরাঈলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ধিক্কার জানাই কথিত মানবতার ধ্বজাধারীদের এমন বৈষম্যমূলক আচরণের। মূলত তাদের অস্ত্র সরবরাহ ও নিঃশর্ত সমর্থনের কারণেই মধ্যপ্রাচ্যে আজ অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মুসলিম বিশ^কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি সরকার প্রণীত জাতীয় শিক্ষা সিলেবাসের সমালোচনা করে বলেন, একটি পক্ষ শিক্ষা সিলেবাস নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। অবিলম্বে এ খেলা বন্ধ করতে হবে। বর্তমান শিক্ষামন্ত্রীকে অপসারণ করে একজন ধর্মভীরু ও গ্রহণযোগ্য ব্যক্তিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। বিতর্কিত সিলেবাস বাতিল করে সংশোধিত সিলেবাস বহাল করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পল্টন মোড়সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা