চট্টগ্রামে ছাত্রলীগের আন্তঃকোন্দলে যুবক খুন
- চট্টগ্রাম ব্যুরো
- ১১ মে ২০২৪, ০২:০৮
চট্টগ্রাম নগরের ইপিজেডের আকমল আলী রোড এলাকায় ছাত্রলীগের দুই নেতার আধিপত্য বিস্তার নিয়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো: রিফাত (১৯) নামের আরেক যুবক। তার অবস্থায়ও আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোরিন্দা বাজার এলাকার বাসিন্দা। আহত রিফাত ইপিজেড থানার ৩৮ নম্বর ওয়ার্ডের দুই নম্বর সাইডপাড়ার মালুর বাড়ির মো: মিন্টুর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘ছুরিকাঘাতে আহত দুইজনকে হাসপাতালে আনা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যদর্শীরা জানান, রাত ৮টা ৪৭ মিনিটের দিকে আকমল আলী পকেট গেইট এলাকা থেকে রিকশায় চড়ে মূল সড়কের দিকে যাচ্ছিলেন মেহেদী ও রিফাতসহ দুই তরুণ। ঠিক ওই সময় রেলবিট চাররাস্তার মোড়ের আগে মেসার্স আশা মণি এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকানের সামনে তাদের রিকশা থামায় কিশোর গ্যাং সদস্যরা। এরপর ওই দুই তরুণকে মারধর করে রিকশা থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে গেলে ছুরি ঘটনাস্থলে ফেলেই দৌঁড়ে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা। দুই পরে মধ্যে একপরে নিয়ন্ত্রণ করেন ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত। আরেকটি পক্ষ নিয়ন্ত্রণ করেন বন্দরটিলার নয়ারহাট এলাকার ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী নাঈমুল ইসলাম শুভ।
স্থানীয়দের মতে, নিহত মেহেদী হাসান এবং আহত রিফাত ইয়াছির আরাফাত রাজনীতিতে সক্রিয় ছিল এবং হামলাকারীরা শুভ গ্রুপের সদস্য।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোছাইন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।