বিমানযাত্রীর পকেটে সাপ
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৮ মে ২০২৪, ০০:৩৯
বিমানবন্দরে কোনো যাত্রীকে পরীক্ষা করার সময় আর যা-ই হোক এটা নিশ্চয় আশা করবেন না কারও প্যান্টের পকেটে সাপ পাওয়া যাবে। তবে এমনটাই ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীর প্যান্টের পকেটে খুঁজে পান ছোট্ট একটা থলে। তাতেই ছিল একাধিক সাপ। সৌভাগ্যক্রমে উড়োজাহাজে ওঠার আগেই ধরা পড়েন তিনি সাপসহ।
ফ্লোরিডার মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) এক্সে করা এক পোস্টের সূত্রে এসব তথ্য জানায় সংবাদ সংস্থা এপি। গত ২৬ এপ্রিল চেক করার সময় ওই যাত্রীর ট্রাউজারের পকেটে সাপভর্তি ব্যাগটা পান নিরাপত্তাকর্মীরা। পোস্টটিতে ছোট্ট দু’টি সাপের ছবিও ছিল। যে ব্যাগটিতে এদের পাওয়া যায় সেটাকে দেখে সানগ্লাসের একটি ব্যাগ বলে মনে হয়েছে। টিএসএ জানিয়েছে সাপগুলো ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। অবশ্য ওই যাত্রীর নাম কিংবা তিনি কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।