১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ থেকে আগের নিয়মেই চলবে প্রাথমিক বিদ্যালয়

-

আজ মঙ্গলবার থেকে আগের নিয়মেই চলবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে।

এদিকে গত রোববার থেকে প্রাথমিকে পুরোদমে ক্লাস চালুর কথা আগেই জানিয়ে দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পবিত্র রজমান ও ঈদুল ফিতরের ছুটির পর গত ২১ এপ্রিল স্কুলগুলো খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে ২৫ এপ্রিল অবধি ছুটি বাড়ানো হয়। এর সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে ২৭ এপ্রিল অবধি প্রাথমিক স্কুল ছুটির মেয়াদ বেড়ে যায়। তারপর ২৮ এপ্রিল স্কুলগুলো খোলা হলেও পরদিন ২৯ এপ্রিল ফের ২ মে অবধি বন্ধের ঘোষণা আসে। তার সাথে ফের শুক্র ও শনিবারের ছুটি যোগ হয়ে ৪ এপ্রিল অবধি প্রাথমিক স্কুলগুলো বন্ধ থাকে। গত ৫ এপ্রিল থেকে যথারীতি ক্লাস শুরু হয় প্রাথমিকে।


আরো সংবাদ



premium cement