মালয়েশিয়ায় মে দিবস ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক উৎসব
- আশরাফুল মামুন মালয়েশিয়া
- ০৪ মে ২০২৪, ০২:০৭
উৎসাহ-উদ্দীপনায় মহান মে দিবস ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন ওয়াই এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াই বি এইচ জি মোহাম্মদ ইয়াসিন টুটুল।
গতকাল রাজধানী কুয়ালালামপুরের জালান পাডাং পালাং এ উপলক্ষে দাতুসহ মালয়েশিয়ার স্থানীয় বিশিষ্ট নাগরিক এতে অংশ নেন। আরো অংশ নেন বাংলাদেশ ও মালয়েশিয়ান কমিউনিটির নেতাকর্মী, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রিয় শিল্পী ও অভিনেতা। এ সময় অতিথিদেরকে অভ্যর্থনা জানান মোহাম্মদ ইয়াসিন টুটুলের মালয়েশিয়ান সহধর্মিণী। অনুষ্ঠানে মালয়েশিয়ান স্থানীয় নাগরিক ও বাংলাদেশী প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে মালয়েশিয়ান ও বাংলাদেশীদের জন্য দেশীয় খাবার পরিবেশন করা হয়। এ সময় মালয়েশিয়ানরা বাংলাদেশী মসলার ঝাল খাবার খেয়ে ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশী খাবার পরিবেশনের পর বাংলার ঢোল, বাঁশি, মন্দিরা, হারমোনিয়াম বাজিয়ে মালয়েশিয়ান অতিথিদের আনন্দ বিনোদন দেন বাংলাদেশের বিখ্যাত বাদ্যযন্ত্র বাদক প্রবাসীরা।
প্রতি বছরের মতো এ বছরও বিশাল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশী কাছে ব্যাপক সাড়া ফেলেছ। বছরের এই একটি দিনে সব প্রবাসীকে নিয়ে তিনি এ দিনটি উদযাপন করার কারণে মালয়েশিয়ান নাগরিক ও প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আন্তরিক সম্পর্কের এক সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখছে। মালয়েশিয়ানদের মধ্যে বাংলাদেশী সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোহাম্মদ ইয়াসিন টুটুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতু শ্রী শহিদুল্লাহ শহীদ, দাতু মোহাম্মদ আক্তার হেসেন, দাতু আবদুর রউফ লিটন, দাতু কুমার, এক্সপেট সার্ভিস এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আরমান পারভেজ মুরাদ, মালয়েশিয়া বুকিট আমান বা সিআইডি পুলিশ কমিশনার মো: জাফ্রি। মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ, মো: তোফাজ্জল খান, বাংলাদেশ কমিউনিটির নেতা রাশেদ বাদলসহ মালয়েশিয়ান ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলা নববর্ষ উদযাপন
কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, দৃষ্টিনন্দন নাচ, ফ্যাশন শো, মুকাভিনয়, একক অভিনয় এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয় এ বর্ণিল আয়োজনে।
হাইকমিশনার মো: শামীম আহসান ও তার সহধর্মিণী পান্ডোরা চৌধুরী আমন্ত্রিত অতিথিদের বৈশাখের উত্তরীয় দিয়ে তাদের উষ্ণভাবে বরণ করে নেন এবং সবার সাথে নববর্ষের শুভেচ্ছাবিনিময় করেন।
মালয়েশিয়ার সাংস্কৃতিক কেন্দ্রের মহাপরিচালক মিজ জুবাইদাহ বিনতি মুখতার অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা