১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চায়ের দাম লাখ টাকা

-

রোজ সকালে ঘুম থেকে উঠে আপনি যে চায়ের কাপে চুমুক দেন, কিংবা ক্লান্ত বিকেলে যে চা আপনাকে প্রশান্তি দেয়, সেই চায়ের দাম যখন লাখ টাকা হয়ে যায়, তখন চোখ ছানাবড়া হওয়ারই কথা। হ্যাঁ, এমনটাই ঘটেছে পাশের দেশ ভারতে।
সম্প্রতি ভারতের দার্জিলিংয়ের একটি দোকান কেজিপ্রতি দেড় লাখ রুপিতে ‘প্রিমিয়াম টি’ নামে এক ধরনের চা বিক্রি করছে।
এই চা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক ভিডিও নেটিজেনদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। পোস্টটি ইতোমধ্যে প্রায় ৩৮ হাজারবার দেখা হয়েছে এবং তা নিয়ে আলোচনা চলছেই। কেউ কেউ চায়ের এই ‘অতি দামে’ বিস্ময় প্রকাশ করেছেন। আবার অনেকেই দার্জিলিংয়ের প্রিমিয়াম চায়ের ঐতিহ্যের কথা উল্লেখ করে এই দামকে ভালোভাবে গ্রহণও করেছেন।
চায়ের লাখ টাকা দাম দেখে হতবাক হওয়াদের মধ্যে একজন লিখেছেন, ‘এত দামি!’ আবার একজন বাড়তি এই দাম মেনে নিয়ে লিখেছেন, ‘দার্জিলিংয়ের চায়ে সব সময়ই “কিছু একটা” ছিল। এবং এটি নিয়ে যে মাতামাতি হয়, তা ন্যায্য।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement