১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাজেকে ট্রাক উল্টে নিহত ৬

নাটোর ও কুমিল্লায় ২ ড্রাইভারের মৃত্যু
সাজেকে রাস্তার পাশে পড়ে থাকা শ্রমিকদের লাশ : নয়া দিগন্ত -

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেছে। এতে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া নাটোরের লালপুরে একজন অটোরিকশা চালক ও কুমিল্লার বুড়িচংয়ে একজন ট্রলি ড্রাইভার নিহত হয়েছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। গতকাল বুধবার সন্ধ্যায় উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি জানান, আহতদের সেনাবাহিনীরা সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিক নিহত বা আহত কারো পরিচয় জানা যায়নি।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে নাজিম উদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজিচালক নাজিম উদ্দিন পাবনা সদরের জোতকলসা এলাকার জগলুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুর ঈশ্বরদী সড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি ট্রাকের পিছনে আটকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক মারা যান। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও লালপুর ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। ট্রাকচালক পালিয়ে গেছে। লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর রেলস্টেশনসংলগ্ন এলাকায় মোটরচালিত ট্রলি উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে ফারুক (৩৬) নামের ট্রলির ড্রাইভার নিহত হয়েছেন। নিহত ফারুকের বন্ধু সুমন মিয়া জানান, গত মঙ্গলবার সকাল ৭টায় বুড়িচং উপজেলার শংকুচাইল রাজাপুর সড়কের রাজাপুর রেলস্টেশন এলাকায় মোরগ বোঝাই মোটরচালিত ট্রলি নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রলিটি উল্টে পাশের ডোবায় পড়ে যায়। এতে ট্রলির ড্রাইভার ফারুক ঘটনাস্থলে মারা যান। নিহত ফারক বুড়িচং উপজেলা সদরের হাজী বসত আলীর ছেলে। বুড়িচং থানার ডিওটি অফিসার এস আই আরিফ জানান, এ বিষয়ে বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement