১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ষষ্ঠ উপজেলা নির্বাচন

প্রথম ধাপে বিনা ভোটে নির্বাচিত ২৫ জন প্রার্থী

চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন; বান্দরবানে নির্বাচন স্থগিত
-

স্থানীয় সরকারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪৮ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এতে তিন পদে ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এ দিকে গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ১৯৮ জন প্রার্থী। যার ফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে তিন পদে ভোটের মাঠে লড়বেন এক হাজার ৬৯৩ জন প্রার্থী। প্রথম ধাপে ১৫০ উপজেলার তফসিল ঘোষণা করলেও পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযান চলায় তিন উপজেলার ভোট স্থগিত করেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, যার মধ্যে দু’টি উপজেলার ভোট প্রথম ধাপে হওয়ার কথা ছিল। ফলে প্রথম ধাপে আগামী ৮ মে ভোট হবে ১৪৮ উপজেলায়।

যে সব উপজেলায় বিনা ভোটে নির্বাচিত হলেন প্রার্থীরা : বাগেরহাট সদর উপজেলায় তিন পদে তিনজন। মুন্সীগঞ্জ সদর উপজেলায় তিনজন। মাদারীপুরের শিবচর উপজেলায় তিন পদে তিনজন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ফেনীর পরশুরাম উপজেলায় সবাই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া গাইবান্ধার সাঘাটা, নাটোরের সিংড়া, উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তবে বান্দারবানের রোয়াংছড়ি উপজেলায়ও চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিল। ভোট বন্ধ হওয়ায় তিনি আর নির্বাচিত হচ্ছেন না। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলায়, চট্টগ্রামের সন্দীপ উপজেলা, কক্সবাজার সদর, রাঙ্গামাটির কাউখালী উপজেলা ও চুয়াড়াঙ্গার দামুড়হুদা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এবারই প্রথম অনলাইনে মনোনয়ন জমা দেয়ার বিধান বাধ্যতামূলক ছিল। এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত আগেই জানিয়েছে কমিশন।
এই নির্বাচনে কোনো প্রার্থীকে দলীয় প্রতীক দেয়া হবে না বলে আগেই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্য দিকে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনো অটল বিএনপি। ফলে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। ব্যালট ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দুই মাধ্যমেই এবার ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন।

১৪৮ উপজেলার মধ্যে ৯ জেলার ২২ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। জেলাগুলো হচ্ছে- শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার।
এ দিকে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা হয়েছে। এই ধাপে ৫৫ উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৫ জুন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২ মে। গতকাল নির্বাচন কমিশনের ৩২তম সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ইসির সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে এই তফসিল ঘোষণা করা হয়। ইসির সচিব মো: জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, চতুর্থ ধাপে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ মে। ইসি সচিব বলেন, চতুর্থ ধাপের ৯টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলো ব্যালট পেপারের ভোটগ্রহণ করা হবে।
এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলার ভোটগ্রহণ হবে ২১ মে। আর তৃতীয় ধাপের ১১২টি উপজেলার নির্বাচন ২৯ মে হবে। এবারের উপজেলা নির্বাচনে বাধ্যতামূলকভাবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান রেখে নতুন বিধিমালা করেছে ইসি। সেই অনুযায়ী প্রথম ধাপের মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল মঙ্গলবার।
তিনি আরো জানান, যৌথ অভিযানের কারণে বান্দরবানের তিন উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। থানচি, রোয়াংছড়ি ও রুমা এই তিন উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এ তিন উপজেলার ভোট করা হবে বলে জানান ইসি সচিব।


আরো সংবাদ



premium cement