১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ইকবাল দিবসের সেমিনারে বক্তারা

মুসলিম মিল্লাহর ঐক্যই সময়ের দাবি

মহাকবি আল্লামা ইকবালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারে বক্তারা : নয়া দিগন্ত -

মহাকবি আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আল্লাম ইকবাল সংসদ গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সেমিনারের আয়োজন করে। কবি আল মুজাহিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ‘ইকবাল দর্শনে ঐক্য ও সৎহতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংবাদিক ও কলামিস্ট সৈয়দ তোশারফ আলী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিজ্ঞানী প্রফেসর ড. শমশের আলী। আলোচনায় অংশ নেন কবি মাওলানা রুহুল আমিন খান, ড. আবদুল ওয়াহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম ও কবি জাকির আবু জাফর।
আলোচকরা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি কাজ হতে হবে কল্যাণধর্মী। মানব কল্যাণই হলো মানুষের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্য কল্যাণধর্মী রাষ্ট্রের কোনো বিকল্প নেই। ইকবাল আমৃত্যু তার লেখা, বক্তৃতা ও বিবৃতিতে মানব জাতিকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। তার চিন্তার ফসল উপমহাদেশে আজ দুই দু’টি স্বাধীন মুসলিম রাষ্ট্র। সে জন্য আমাদের ইকবালকে জানতে হবে, বুঝতে হবে এবং কাজে লাগাতে হবে। বক্তারা আরো বলেন, পরাধীনতার শিকলে বেষ্টিত মুসলিম জাতির আত্মক্রন্দন ইকবালকে প্রতিনিয়ত ব্যাকুল করে তুলত। আত্মমর্যাদা ভূলুণ্ঠিত, হতাশাপীড়িত, দুর্দশাগ্রস্ত মুসলমানদের করুণ চিত্র বরাবরই ইকবালের চোখকে করেছে অশ্রুসিক্ত। তার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ, হৃদয়ের প্রতিটি তন্ত্রী প্রতিবাদে বিদ্ধ হতো। যার পরিপ্রেক্ষিতে তিনি মুক্তিকামী মানুষের মুক্তির মঞ্জিলে পৌঁছানোর দিশা বাতলাতে আমৃত্যু নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখেন। মহাগ্রন্থ আল কুরআনের বিশাল আঙ্গিনা ছিল তার কবিতার চারণভূমি। মুসলমানদের হারানো গৌরব পুনরুদ্ধারের যে আওয়াজ ইকবাল তুলেছিলেন, সে আওয়াজের ধ্বনি-প্রতিধ্বনি আজো প্রাচ্য-প্রতীচ্যে কল্লোলিত হয়। আজকে সমগ্র বিশ্বে উদ্ভূত পরিস্থিতিতে মুসলিম মিল্লাহর ঐক্যই সময়ের দাবি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ভারতে মা ও শিশুদের মৃত্যুকে বাংলাদেশে হিন্দু নির্যাতন বলে প্রচার বিপরীত মেরুতে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ-লিটন দাস চেন্নাইয়ের হাসপাতালে আগুন, মৃত্যু শিশুসহ ৬ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু শহীদ দেলোয়ারের কবর ছুঁয়ে প্রতিদিনই আর্তবিলাপ করেন মা টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি! টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রাশিয়ার চেচনিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন আঘাত : দাবি করছেন চেচনিয়ার নেতা এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল! পাকিস্তান দলের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি

সকল