বিশ্বের দীর্ঘতম গাড়ি
- নয়া দিগন্ত ডেস্ক
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
দৈর্ঘের দিক থেকে সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে গিনেস বুকে নাম তুলে নজির গড়েছে ‘দ্য আমেরিকান ড্রিম’। আশির দশকে এই গাড়িটি তৈরি করা হয়। ২০০৩ সালে গিনেস বুকে দীর্ঘতম গাড়ি হিসেবে নজির গড়েছে সেটি।
সম্প্রতি জিনিসপত্র বিক্রির একটি ওয়েবসাইটে পুরনো লিমো গাড়িটির খোঁজ পান নিউ ইয়র্কের বাসিন্দা ম্যানিং। কিন্তু গাড়িটি কেনার মতো পর্যাপ্ত টাকা তার কাছে ছিল না। ২০১৯ সালে ফ্লোরিডার অরল্যান্ডোর একটি গাড়ি সংগ্রহশালার মালিক মাইকেল ডেজার গাড়িটি ম্যানিংয়ের সাথে যৌথভাবে কেনেন। গাড়িটি আবার নতুন করে তৈরির সিদ্ধান্ত নেন ম্যানিং এবং মাইকেল। গাড়িটি দুই ভাগে ভাগ করে অরল্যান্ডো পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে গাড়ি সারাই করতে তাদের প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে।
গাড়িটি নতুন করে তৈরি করতে গিয়ে তার দৈর্ঘ্যও বাড়িয়ে ফেলেন ম্যানিং। নীল তিমির দৈর্ঘ্য সাধারণত ৮০ থেকে ৯০ ফুট পর্যন্ত হয়। ‘দ্য আমেরিকান ড্রিম’-এর দৈর্ঘ গিয়ে দাঁড়ায় ১০০ ফুটের কিছু বেশি।
২৪ চাকাযুক্ত এই গাড়ির ওজন ৯০০০ কিলোগ্রামেরও বেশি। গাড়ির ভেতর একসাথে ৭৫ জন বসতে পারেন। গাড়ির ভেতরে রয়েছে বাথটাব, একাধিক টেলিভিশন সেট, রেফ্রিজারেটর, বসার জন্য আরামদায়ক সোফা। গাড়িটির পেছনে রয়েছে একটি হেলিপ্যাড। খুব সহজেই এই হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করতে পারে। হেলিপ্যাডের সামনের দিকে রয়েছে ছোট সুইমিং পুল।
তবে ভোলবদল করার পরও ‘দ্য আমেরিকান ড্রিম’কে রাস্তায় চালানো যাবে না বলেই জানিয়েছেন ম্যানিং। বর্তমানে অরল্যান্ডোর একটি সংগ্রহশালায় গাড়িটি রাখা রয়েছে, যেখানে সারা বিশ্বের অনন্য বিরল গাড়ি সংগ্রহ করে রাখা হয়। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা