১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ফরিদপুরে অপহৃত কৃষককে বরিশাল থেকে উদ্ধার

-

চেতনানাশক দিয়ে অচেতন করে গত মঙ্গলবার দুপুরে অপহরণ করা হয়েছিল ফরিদপুরের সদরপুর উপজেলার ঠাকুরডাঙ্গী এলাকার কৃষক ইউসুফ ব্যাপারীকে (৪৮)।
এরপর তাকে বরিশালে নিয়ে একটি আবাসিক হোটেলে আটকে নির্যাতনের পর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জীবনের ভয়ে কয়েক দফায় ৫০ হাজার টাকা দেয় তার পরিবার। পরে সদরপুর থানায় জিডি করলে জেলার ডিবি ও সদরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত বুধবার রাত ১০টার দিকে তাকে একটি তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অপহরণকারীদের গ্রেফতার করা যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম এ তথ্য জানিয়েছেন। এ সময় সেখানে উপস্থিত ইউসুফ ব্যাপারী ঘটনার বর্ণনা তুলে ধরেন সাংবাদিকদের কাছে। ইউসুফ ব্যাপারী বলেন, গত মঙ্গলবার দুপুরে তিনি আটরশির একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশা থেকে নামার পরে দাড়ি-টুপি পরিহিত এক ব্যক্তি মসজিদের জন্য কিছু সাহায্য চান। তিনি পকেট থেকে ২০ টাকা বের করে তার হাতে দিতেই চেতনা হারান তিনি। এরপর বিশেষ কায়দায় মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় বরিশালের পোর্ট এলাকার ‘স্বাগতম’ নামে একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে। তালাবদ্ধ রুমটি ছিল অন্ধকার। তার মুখের দাড়ি ও মাথার চুল কেটে তার ওপর চালানো হয় নির্যাতন। এ সময়ে কোনো খাবারও দেয়া হয়নি তাকে।

এরপর রাত ২টার দিকে তার ব্যবহৃত ফোন চালু করে তারা। বাড়িতে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ পাঠাতে বলে। তিনি তখন তার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলে টাকা পাঠাতে বলার পর তারা ৫০ হাজার টাকাও পাঠায় মোবাইল ব্যাংকিং মারফত।
ইউসুফ ব্যাপারীর স্ত্রী সুফিয়া বেগম বলেন, ‘আমাদের দুই মেয়ে ও এক ছেলে। ছেলে সৌদি থাকে। আমার স্বামী দুপুরে ওষুধ কিনতে গিয়ে বের হওয়ার পর বিকেল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তাকে ফোন করলে ফোন বন্ধ পাই। এর পর বিকেল থেকে রাত পর্যন্ত সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও না পেয়ে কান্নাকাটি শুরু করি। এর পর রাতে সদরপুর থানায় যেয়ে একটি জিডি করি।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ সফর আলী বলেন, ফরিদপুরের এসপি মোর্শেদ স্যারের নির্দেশে ডিবি ও সদরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। এর পর গত বুধবার রাত ১০ টার দিকে বরিশাল থেকে তাকে উদ্ধার করি। গত বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এ ঘটনার বর্ণনা দেন ইউসুফ ব্যাপারী।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল