দেশবাসীকে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশে চলছে একদিকে অনির্বাচিত সরকারের জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো ক্ষমতায় থাকার উদগ্র বাসনা, অন্য দিকে চলছে দুর্নীতি, অর্থনৈতিক শোষণ ও জুলুম-নির্যাতন।
তিনি বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। জামায়াত আমির বলেন, বর্তমানে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এমনকি প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করা হচ্ছে। দেশের এ পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় দেশবাসীকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।
নেতাকর্মীদের মুক্তির আহ্বান : জামায়াতে ইসলামীর কারাবন্দী সব নেতাকর্মীকে আসন্ন ঈদুল ফিতরের আগেই মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রায় ১২ বছর ধরে কারাগারে আটক আছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। চলাফেরা, ওঠা-বসা করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। শুধু রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও জামায়াতে ইসলামীর সাবেক নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ২০১৬ সালের আগস্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। ঈদুল ফিতরের আগেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার-পরিজনদের সাথে ঈদুল ফিতর পালন করার সুযোগ দেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
মুহাম্মদ কামারুজ্জামানের অবদান স্মরণ : বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, গবেষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামানের অবদান এবং ত্যাগের কথা স্মরণ করে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, মুহাম্মদ কামারুজ্জামান ছিলেন জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় লেখার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতেন এবং একজন লেখক, গবেষক ও সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি অনেকগুলো মূল্যবান বই লিখেছেন। তার লেখা বই ও প্রবন্ধগুলো যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের কর্মী ও দেশের জনগণকে অনুপ্রাণিত করবে। তিনি ইসলামী ছাত্রশিবিরকে একটি গণ-ছাত্র আন্দোলনে পরিণত করেছিলেন এবং ইসলামী ছাত্রশিবিরের দাওয়াত এ দেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন।
ঢাকা মহানগরী দক্ষিণ : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় স্পোর্টস এক্সেসরিজের গুদামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। মহানগরীর মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী মাতুয়াইল থানার আমির আবু হাসানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা মো: হাফিজুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এ কে আজাদ, অ্যাডভোকেট শাফিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাহজাহানপুরে ঈদ উপহার প্রদান : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় একটি মিলনায়তনে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী উপহার প্রদান করেন।
বংশালে কুরআন বিতরণ : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বংশাল থানার উদ্যোগে রাজধানীতে কুরআন বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কুরআন বিতরণ করেন।
নিউমার্কেট থানায় ঈদ সামগ্রী উপহার প্রদান : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় একটি মিলনায়তনে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী উপহার প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা