কাপে প্রস্রাবে জরিমানা
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
উড়োজাহাজে বসে একটি কাপে প্রস্রাব করাটা নিঃসন্দেহে শোভনীয় ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে অবতরণের পর একটি উড়োজাহাজ যখন থেমে ছিল তখন এমন কাণ্ড করেন এক যাত্রী। স্বাভাবিকভাবেই এর ফলাফল খুব একটা ভালো হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাকে।
গত বছরের ডিসেম্বরের ওই ফ্লাইটটি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ছেড়েছিল। তিন ঘণ্টার যাত্রা শেষে এটি পৌঁছে সিডনিতে। তারপর উড়োজাহাজে বসেই এ কাজ করেন যাত্রীটি। আর এ বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনার জন্য সিডনির এক আদালত ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তিকে ৬০০ অস্ট্রেলীয় ডলার বা ৪৩ হাজার ২৬৫ টাকা জরিমানা করেন। এসব তথ্য জানা যায় সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে গত শুক্রবার যখন নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফের এক প্রতিবেদন। এতে বলা হয়, একই সারিতে বসা এক যাত্রী ঘটনাটি উড়োজাহাজের ক্রুদের নজরে আনেন। হলি নামের ওই নারী জানান তিনি এবং তাঁর মেয়ে আইল এবং মাঝখানের সিটে বসেছিলেন। আর এক ভদ্রলোক বসেছিলেন জানালার পাশের সিট। ওই ভদ্রলোকই কাপে প্রস্রাব করেন। অবশ্য ভদ্রলোকের নাম প্রকাশ করা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা