১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

বগুড়ায় ৩ জনসহ নিহত ৬

-


বগুড়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রাজবাড়ীতে জেদের মোটরসাইকেলে প্রাণ গেছে এক কলেজ শিক্ষার্থীর। এ ছাড়া জামালপুরে এক ভ্যানচালক ও চট্টগ্রামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বগুড়া অফিস জানায়, বগুড়া সদরের এরুলিয়ায় গতকাল শনিবার সকালে যাত্রীবাহী দু’টি বাসের সাথে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে। এ ঘটনার পর বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি সরিয়ে নিলে দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানার এরুলিয়া নামক স্থানে বগুড়া থেকে প্রাইভেট কার নওগাঁ যাওয়ার পথে এরুলিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহত সবাই মোটরশ্রমিক। নিহতরা হলেন- আলমগীর হোসেন (৪৫), আবদুল হান্নান (৫৫) ও ফাহিম (৪২)। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় আবদুল মোতালেব (৫০) নামের এক ভ্যানগাড়িচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার পদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব বকশীগঞ্জ পৌর এলাকার ইউনুছ বেপারির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বকশীগঞ্জ বাজার থেকে পৌরসভার নয়াপাড়া এলাকার দিকে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। অন্য দিকে নয়াপড়া থেকে উপজেলা পরিষদ চত্বর দিকে যাচ্ছিল ভ্যানগাড়িটি। উপজেলা চত্বরে পৌঁছালে হঠাৎ করেই কাভার্ডভ্যানের পেছনের দরজা খুলে ভ্যানচালককে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, কাভার্ডভ্যানের পেছনের দরজার লক করা ছিল না হয়তো। হঠাৎ করে দরজা খুলে ভ্যান চালকের মাথায়ও বুকে আঘাত লাগে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, জেদের মোটরসাইকেলে প্রাণ গেল জোবায়ের মণ্ডল (২৫) নামে রাজবাড়ী সরকারি কলেজের এক ছাত্রের। তার বাড়ি রাজবাড়ী জেলা শহরের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নূরপুর গ্রামে। তার বাবার নাম ওমর আলী মণ্ডল। শুক্রবার ঢাকায় নেয়ার পথে ইফতারের সময় পদ্মা সেতুর ওপর অ্যাম্বুলেন্সে মারা যান তিনি। নিহতের জোবায়েরের চাচাতো ভাই ফারুক হোসেন জানান, পড়াশোনা শেষ করে অল্প কিছু দিন ধরে রাজধানী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত জোবায়ের। তবে তার বাবা চাকরি থেকে অবসর নেবার পর জোবায়ের জেদ করে মোটরসাইকেল কেনবে; যে কারণে বাধ্য হয় তার বাবা মাত্র দেড় মাস আগে মোটরসাইকেলটি কিনে দেন। শুক্রবার সকালে ওই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জোবায়ের। বিকেল সাড়ে ৪টার দিকে তার মোটরসাইকেলটির রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৃধা কলেজ এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এতে সে মারাত্মক আহত হয়। তাকে গুরুতর অবস্থায় প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি দ্রুতগামী মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল নবী (৭০) বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল নবী উপজেলার আহলা করলডেঙ্গা গ্রামের গাজী পাড়ার মরহুম সৈয়দ খানের ছেলে। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল