শিশু ও দম্পতিসহ নিহত ৭
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রী ও তার আট মাসের সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ছাড়া ফেনীর ছাগলনাইয়ায় ট্রেনের ধাক্কায় দু’জন, ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় এক দম্পতি ও ঝালকাঠিতে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
পাবনা প্রতিনিধি জানান, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং তার পরিবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী (৩২) ও সন্তান (৮ মাস) নিহত হয়েছেন। ওই শিক্ষকের নাম ফিরোজ আলী (৩৫), তিনি পাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক। বৃহস্পতিবার রাজশাহী থেকে গ্রামের বাড়ি নওগাঁয় যাওয়ার পথে মান্দায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন জানান, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য ফিরোজ আলী সিএনজি অটোরিকশা ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি নওগাঁর মান্দা এলাকায় পৌঁছালে একটি পিক-আপ ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই তার আট মাসের ছেলে ফারাবী মারা যায়। এ ছাড়া উনার সাত বছর বয়সী মেয়ের হাত ও পা ভেঙে যায় এবং শিক্ষক ফিরোজ আলীর হাতও ভাঙে। দুর্ঘটনায় ফিরোজ আলীর স্ত্রী রেশমা আক্তার গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। রাত ৯টার দিকে আইসিইউতে থাকাবস্থায় রেশমা আক্তার মারা যান।
এ ঘটনায় গভীর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাফিজা খাতুন, প্রোভিসি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন শোক প্রকাশ করেছেন।
ফেনী অফিস জানায়, ফেনীর ছাগলনাইয়ায় বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: মিজান (৩২) বরিশালের উজিরপুর এলাকার আবুল হাওলাদারের ছেলে। অপরজন অজ্ঞাত ট্রেনের যাত্রী। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। ফেনী পুলিশ সুপার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, ট্রেন চলাচলের সময় গেট না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী ছাগলনাইয়ায় মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন রেলগেটে সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লাশ সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জাকির হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় মহিউদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন উপজেলার মনোহরপুর এলাকার কবির হোসেন ইকবালের ছেলে। রাজাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও দম্পতি নিহত হয়েছেন। নিহতদের নাম সাইদুর রহমান (২৮) ও সোনিয়া (২২)। নিহত সাইদুর রহমান ঈশ্বরগঞ্জ উপজেলায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) এনজিওতে চাকরি করতেন। নিহতদের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরশৌলমারী গ্রামে। জানা যায়, শুক্রবার ভোরে ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন সাইদুর রহমান ও তার স্ত্রী সোনিয়া। ঈশ্বরগঞ্জ হতে নিজ বাড়ি রৌমারীর উদ্ধেশে হালুয়াঘাট বর্ডার রোড হয়ে যাওয়ার পথে কড়ইতলী বাজারসংলগ্ন লক্ষ্মীকুড়া নামক স্থানে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ছাইদুর রহমান। হালুয়াঘাট থানার ওসি মাহবুবুল হক জানান, নিহতের স্ত্রীকে গুরুত্বর আহত অবস্থায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সোনিয়ার মৃত্যু হয়। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা