১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার ঈদে ৬ দিন ছুটি পেতে পারেন সংবাদপত্রসেবীরা

-


এবারের পবিত্র ঈদুল ফিতরে ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আগের সব বছর যেখানে তিন দিনের বন্ধ থাকে এবারই প্রথম ছয় দিনের ছুটি ভোগ করতে যাচ্ছেন সংবাদপত্রসেবীরা।
প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রতি বছর ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিনে পরিণত হয়। সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ছুটি হওয়ার কথা। কিন্তু এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পয়লা বৈশাখ হওয়ায় ফের সরকার নির্ধারিত ছুটির পাচ্ছে সংবাদমাধ্যম। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ও’নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ শনিবার নোয়াবের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে একাধিক সূত্র জানায়। এমন ঘোষণা এলে ৯ থেকে ১৪ এপ্রিল টানা ছয় দিন ছুটি পেতে পারেন সংবাদকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার বিষয়ে নোয়াবের সংখ্যাগরিষ্ঠ সদস্য নীতিগতভাবে সম্মত হয়েছেন। তা ছাড়া এ দিন পত্রিকা প্রকাশ হলেও সংবাদপত্র বিপণন সংস্থা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমিতি তা বিপণনে অপারগতা জানিয়েছে। অন্য দিকে ঈদের ছুটির এক দিন পরই পয়লা বৈশাখের ছুটি থাকায় সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নও (ডিইউজে) নোয়াবের কাছে ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ডিইউজের (একাংশ) সভাপতি সোহেল হায়দার চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঈদের ছুটি চিরাচরিত। একইভাবে পয়লা বৈশাখের ছুটিও। কিন্তু এবার ঈদের ছুটির এক দিন পরই পয়লা বৈশাখ। তাই সংবাদমাধ্যমের কর্মীরা যাতে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পান, সেই আবেদন আমরা নোয়াবের কাছে জানিয়েছি। এতে কর্মীদের কর্মস্পৃহা আরো বাড়বে। তা ছাড়া গণমাধ্যমে ছুটিও এমনিতে অনেক কম। আশা করছি, নোয়াব সংবাদকর্মীদের প্রত্যাশা পূরণে সচেষ্ট হবে। তিনি জানান, ঈদের ছুটি ছয় দিন হলে এটি অনন্য রেকর্ড হবে। স্বাধীনতার পর আর কখনো সংবাদমাধ্যম ছয় দিন বন্ধ থাকেনি।


আরো সংবাদ



premium cement