১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের পর এক লাখ শিক্ষকের পদভিত্তিক তালিকা প্রকাশ

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ পূরণের উদ্যোগ
-

আসন্ন ঈদুল ফিতরের পরই দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এক লাখ শিক্ষক নিয়োগের পদভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর এখন এসব পদের তালিকা প্রকাশের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সূত্রমতে, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এসব পদের জন্য পদভিত্তিক তালিকা প্রকাশ করা হবে আগামী ১৭ এপ্রিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত রোববার এনটিআরসিএ থেকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল ও কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬। আর মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এসব পদের পদভিত্তিক তালিকা চলতি মাসের ১৭ তারিখ প্রকাশ হবে।

এনটিআরসিএ সূত্র জানায়, নির্দিষ্ট পদের তালিকা প্রকাশের পর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এর আগে, ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়েছে। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ ও প্রয়োজনীয় শিক্ষকের ঘাটতি সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের প্রধান অন্তরায়। দীর্ঘদিন শিক্ষকের পদ শূণ্য থাকায় শিক্ষা সেক্টরে বিরূপ প্রতিক্রিয়া পড়েছিল। এখন এই ঘাটতি পূরণে উদ্যোগ নিযেছে সরকার। এছাড়া সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সবার চাই দক্ষ শিক্ষক। কিন্তু বর্তমানে দেশে বিভিন্ন পর্যায়ে এক লাখ শিক্ষকের পদ খালি রয়েছে। এত বিশাল সংখ্যার শিক্ষকের এই পদ শূন্য রেখে সবার শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই শিগগিরই শিক্ষকের এই শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আর সেই উদ্যোগের প্রাথমিক প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠানটি প্রথমে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তালিকাও তৈরি করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৭ হাজারের মতো শিক্ষকের পদ শূন্য রয়েছে। শূন্যপদের তথ্য দেয়ার সময় ২৫ মার্চ পযন্ত বাড়ানো হয়েছিল। ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব শূন্য পদ পূরণ করা হবে। এনটিআরসিএর একজন সদস্য জানিয়েছেন, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে মাদরাসায়। তিনি বলেন, ৯৬ হাজার ৮০৬টি পদের মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদরাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
প্রশাসনের নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম ক্লাবে কনসার্ট সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান

সকল