মানুষের চামড়া দিয়ে বই বাঁধাই
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩১ মার্চ ২০২৪, ০২:০৭
যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে একটি বই ছিল, যার মলাট ছিল মানুষের চামড়ায় তৈরি। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে যে এটি এক নারীর চামড়া দিয়ে তৈরি মলাট। এরপর তারা সেটি সরানোর উদ্যোগ গ্রহণ করে। ওই বইটির নাম ‘ডেস্টিনিস অব দ্য সউল, এ মেডিটেশন অন দ্য লাইফ আফটার ডেথ’। দীর্ঘ ৯০ বছর বইটি সেখানে সংরক্ষিত ছিল।
২০১৪ সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে এটি ছিল এক নারীর চামড়া। পরে তারা মানবদেহের এই অংশটির সম্মানজনক নিষ্পত্তির জন্য ফরাসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। অবশেষে তা অপসারণ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষ জানিয়েছিলেন, একটা সময় মানুষের চামড়া দিয়ে বই বাঁধাই করা হতো। এটি একটি স্বাভাবিক বিষয় ছিল। উল্লেখ্য, এই বইয়ের প্রথম মালিক ছিলেন লুডোভিক বোল্যান্ড নামের এক চিকিৎসক। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারীর চামড়া দিয়ে বইটি বাঁধাই করেছিলেন। ওই নারী হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। আর লুডোভিক বোল্যান্ড ওই হাসপাতালে কাজ করতেন। সেখান থেকেই তিনি নারীর চামড়াটি সংগ্রহ করেন। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা