ফিলিস্তিনকে স্বীকৃতি নিয়ে ৪ ইউরোপীয় দেশকে ইসরাইলের হুঁশিয়ারি
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পথে এগোতে রাজি হওয়া চার ইউরোপীয় দেশকে হুঁশিয়ার করে দিয়েছে ইসরাইল। দেশগুলোকে ইসরাইল বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে তাদের কাজ করার পরিকল্পনা ‘সন্ত্রাসবাদের জন্য পুরস্কার’ স্বরূপ হবে; যা আলোচনার মাধ্যমে দুই প্রতিবেশীর মধ্যে সঙ্ঘাত অবসানের সুযোগ কমিয়ে দেবে। রয়টার্স।
স্পেন গত শুক্রবার ঘোষণা দিয়ে বলেছে, তারা মধ্যপ্রাচ্যে শান্তির নামে ইসরাইল অধিকৃত পশ্চিমতীর এবং গাজায় ফিলিস্তিনিদের ঘোষিত রাষ্ট্রকে স্বীকৃতির দেয়ার প্রথম পদক্ষেপ নিতে আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার সাথে একমত হয়েছে।
গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। হামাস ইসরাইলের সাথে শান্তি প্রতিষ্ঠার বিরোধী এবং গত বছর ৭ অক্টোবরে ইসরাইলে তাদের হামলা যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে। গাজায় যুদ্ধের প্রভাবে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদিদের সহিংসতা বেড়েছে। ইসরাইলের দখলে থাকা পশ্চিমতীরে বিশাল এলাকাজুড়ে ইহুদি বসতি রয়েছে। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, ‘গত বছর ৭ অক্টোবরের ঘটনার পর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হলে তা হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে একটি বার্তা দেবে। আর তা হলো ইসরাইলিদের ওপর সন্ত্রাসী হামলার বদলায় ফিলিস্তিনিদের জন্য রাজনৈতিক পদক্ষেপ নেয়া হবে।’
তিনি বলেন, ‘সঙ্ঘাতে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই কেবল এর সমাধান সম্ভব। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার যেকোনো উদ্যোগ এমন সমাধানে পৌঁছানোর পথ আরো দীর্ঘ করবে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে।’
তবে কোনো ধরনের সমাধানের কথা তিনি ভাবছেন তা উল্লেখ করেননি। ইসরাইলের ক্ষমতাসীন জোটে ইহুদি বসতিপন্থী উগ্র ডানপন্থীরা আছে। তারা দীর্ঘ দিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে। পশ্চিমা দেশগুলোর সাথে এ নিয়ে ইসরাইলের দূরত্ব তৈরি হচ্ছে। হামাসকে নির্মূলে ইসরাইলের অভিযানকে পশ্চিমারা সমর্থন করলেও তারা যুদ্ধ-পরবর্তী গাজার জন্য একটি কূটনৈতিক রূপরেখা চায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা