শেখ হাসিনার নেতৃত্বে খেলা হবে : কাদের
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে, খেলতে হবে একসাথে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। হাওয়া ভবনের বিরুদ্ধে খেলতে হবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে খেলা হবে। তারেক রহমানের দূরাচারের বিরুদ্ধে খেলা হবে। হবে তো খেলা ? ক্যাপ্টেন (শেখ হাসিনা) এখন ওয়াশিংটনে আছেন, বলছেন তৈয়ার হয়ে যাও, খেলা হবে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, স্বাধীনতাকে বাঁচাতে হলে, উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার কোনো বিকল্প নাই। শেখ হাসিনা ছাড়া এদেশে যোগ্য কোন প্রধানমন্ত্রী নাই, ৭৫ এর পর শেখ হাসিনা ছাড়া সৎ নেতা এ দেশে আর দেখেছেন ? এতো ভালো মানুষ দেখেছেন? যিনি রাত জেগে মানুষের কথা ভাবেন, যিনি প্রতিদিন ৩ ঘণ্টা ঘুমান। এই হলো মানুষের নেতা, জনগণের নেতা, সৎ নেতা, টাকা পয়সার লোভ নাই।’
তিনি গতকাল বুধবার বিকেলে টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি প্রমুখ।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘অক্টোবর মাসে শেখ হাসিনার নাকি মেয়াদ শেষ, আমাদের নাকি মেয়াদ শেষ, সব শেষ। বিএনপির কী হবে? অক্টোবর ? ১৫টা অক্টোবর দেখলাম, আগামী বছরও অক্টোবর মাসে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘নানা মতের জগাখিচুড়ির ঐক্য দিয়ে শেখ হাসিনাকে হটানো যাবে না। খেলা হবে, ডিসেম্বরে ফাইনাল, জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল। লাল সবুজের পতাকা হাতে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি বিএনপিকে। এই ৩৬ দিন কোথাও দাঁড়াতে দিব না, সব জায়গায় দখলে থাকবে বঙ্গবন্ধুর সৈনিকরা, শেখ হাসিনার কর্মীদের।’
তিনি বলেন, ‘অক্টোবরে নাকি ভাগ্য নির্ধারণ হবে ফখরুল বলে। মির্জা আব্বাস বলে ভাগ্য নির্ধারণ করবে অক্টোবর মাসে। আমি জিজ্ঞেস করতে চাই, ঘরের মধ্যে কতো ঘর, মশারীর ভেতর কতো মশারী? বিএনপির ঘরের মধ্যে ঘর, তারা আমাদের ভাগ্য নির্ধারণ করবে ? খেলা হবে, জবাব দেব সব দুঃশাসনের।’
তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘ওদের আন্দোলন ভুয়া, ওদের এক দফা, ২৭ দফা, ওদের ৫২ দল ভুয়া। ওদের গণতন্ত্র, ওদের সুশাসন, ওদের ক্ষমতা ভুয়া। ওরা গণতন্ত্রকে ধ্বংস করবে। শেখ হাসিনা গণতন্ত্রকে রক্ষা করবে।’
তিনি চলমান উন্নয়নের সংক্ষিপ্ত ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘এবার গাজীপুরে ইউরোপের মতো রাস্তা হবে। কী সুন্দর গাজীপুর! এয়ারপোর্ট থেকে ফার্মগেট ১০ মিনিটেই কারবার শেষ। বাজিমাত কে করেছে ? এয়ারপোর্ট থেকে ফার্মগেট ৮ মিনিটে যাওয়া যায়। মেট্রোরেল আগারগাঁও, আগামী মাসে মতিঝিল।’
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘আপনারা তলে তলে যুক্তি করছেন ঢাকা দখল করবেন। আমরাও অপেক্ষা করছি ঢাকা দখল কে করে, কেমনে করে। দেখাইয়া দেব হাসিনার ম্যাজিক। একটু অপেক্ষা করুন। হাসিনার ম্যাজিকেরই জয় হবে।’
তিনি আরো বলেন, ‘ঘরের আগুনে ফখরুলের ঘুম হারাম। অক্টোবরে আমাদের বিদায় দিবে তো? নিজেরা কয় ভাগে ভাগ হয়। তাদের ঘরের মধ্যে যে আগুন জ¦লছে সেই আগুনে তারা পুড়ে মরবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা