১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
রাজপথ মৃত্যুর হানা

মুক্তিযোদ্ধাসহ নিহত ৫ জন

-

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল পাঁচজন নিহত হয়েছেন। নিহত অন্যরা হলেনÑ কক্সবাজারের চকরিয়ায় এক ইউপি সদস্য এবং নাটোরের সিংড়ায় এক মোটরসাইকেল চালক।
চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার খলিশাগাড়ি গ্রামের মজিদ আলির ছেলে সালমান আলি (৪২) আলমসাধু চালিয়ে বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তার মোড়ে গাড়ির নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে নিজগাড়ির চাপায় ঘটনাস্থলেই মার যান সারমান। একই দিন সকাল ১০টায় জীবননগর উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মোটরসাইকেলে দর্শনার দিকে আসার পথে মোল্লাবাড়ির কাছে ট্রাকের ধাক্কায় মাহফুজুর রহমান (১৭) নামে এক কলেজছাত্র ও তার বন্ধু মাহমুদুল হাসান নয়ন (১৮) গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মাহফুজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেয়ার পথে বিকেলে মাহফুজ মারা যান। নিহত মাহফুজুর রহমান দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া খাজা গরীবে নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশনের সামনে গতকাল সকালে মাইক্রোবাস চাপায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত ওই মুক্তিযোদ্ধা পৌর এলাকার পশ্চিম মেড্ডার শরীফপুরের মৃত সৈয়দ নূর তাজ মোল্লøøার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতের ছেলের একটি দোকান আছে কুট্টাপাড়ায়। সকালে তিনি ছেলের দোকান থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপকূল (চকরিয়া) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রুকন উদ্দিন খোকা (৪০)। তিনি বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। এ ঘটনায় আহত হন তার বন্ধু তসলিম উদ্দিন। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বেলা ৩টার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে চকরিয়া আসার পথে বিকেলে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় বিপরীতমুখী মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুকন উদ্দিন খোকা। এ সময় গুরুতর আহত হন তার বন্ধু বিদেশ ফেরত তসলিম উদ্দিন। মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন বলেন, পুলিশ নিহতের লাশ ও আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় গরুবোঝাই নসিমনের মুখোমুখি ধাক্কায় মোয়াজ্জেম আলী (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার দুর্গাপুর-রানীরহাট সড়কের কড়ইতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাশের বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলি গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোয়াজ্জেম আলী মোটরসাইকেল নিয়ে বামিহাল-দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই নসিমনের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সিংড়া থানার ওসি মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement