১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

উত্তরাঞ্চলে আগাম শীতের বার্তা

-

পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে শুরু হয়েছে শীতের আগাম বার্তা। এ জেলায় গত চার দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। দিনে রাতে শিলিং ফ্যান ঘোরা বন্ধ হয়েছে। কয়েক দির ধরে দিনে-রাতে হালকা শীতল আবহাওয়া বিরাজ করছে। গতকাল রোববার (২৪ শে সেপ্টেম্বর) সারা দিন নীলাকাশ কালো মেঘে ঢাকা ও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত কোথাও সূর্যের আলো দেখা যায়নি। বৃষ্টিপাতের কারণে দিনমজুর ও শ্রমিকরা কাজ কর্মে যেতে পারেনি।
চলছে শরৎকাল। কয়েক দিন পর শুরু হবে হেমন্ত। ইতোমধ্যে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে শীতের আবহাওয়া শুরু হয়েছে। পঞ্চগড় সর্ব উত্তরের জেলা। এখান থেকে হিমালয়ের দূরত্ব ৬০-৭০ কিলোমিটার। পাহাড়ি শীতল বাতাসের কারণে প্রতি বছর আগাম শীতের বার্তা চলে আসে এখানে। এ বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। যার ফলে হেমন্তের আগেই ঠাণ্ডা অনুভব শুরু হয়েছে। গতকাল রোববার আকাশজুড়ে কালো মেঘ ও প্রচুর বৃষ্টি পাত বিরতিহীনভাবে হয়েছে। শহরের তুলনায় গাঁও-গ্রামে বেশি ঠাণ্ডা অনুভব হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, কয়েক দিন ধরে বেশ ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। তবে রাতের বেলা বেশি ঠাণ্ডা অনুভব হচ্ছে। অনেকে শেষ রাতে কাথা কম্বল গায়ে দিচ্ছেন। পঞ্চগড় চৌরাস্তা মোড়ে কথা হয় মিজানুর রহমানের সাথে। তিনি বলেন, শীতকাল না এলেও শীতের আগামবার্তা পাওয়া যাচ্ছে। এ বছর একটু আগে ভাগেই শীতের আগমন ঘটছে। জগদলের কামরুন নাহার বলেন, আগাম আবহাওয়া ঠাণ্ডা অনুভব হচ্ছে। তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ জানান, ২৪ ঘণ্টায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণেও আগাম কুয়াশা হতে পারে। তবে ধীরে ধীরে ঠাণ্ডার পরিমাণ বাড়বে।


আরো সংবাদ



premium cement
স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সকল