পল্লী পশু চিকিৎসকসহ নিহত ৫ জন
ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রসূতিসহ ৭ জন আহত- নয়া দিগন্ত ডেস্ক
- ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ঠাকুরগাঁওয়ে সোহরাব হোসেন নামে এক পল্লী পশু চিকিৎসক, বরিশালে দেলোয়ারা বেগম নামে এক বাসযাত্রী নারী, ফেনীর মহিপালে মো: রাসেল নামে এক চাকরিপ্রার্থী যুবক, নেত্রকোনার দুর্গাপুরে সড়ক পার হওয়ার সময় হাজেরা খাতুন নামে এক নারী ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যানচালক কালা চাঁদ। এছাড়া, ঝালকাঠিতে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে অ্যাম্বুলেন্সযাত্রী এক প্রসূতি রোগীসহ সাতজন আহত হন।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বেপরোয়া গতির এক ট্রাকের ধাক্কায় খাদে পড়ে নিহত হয়েছেন মোটর সাইকেল চালক সোহরাব হোসেন (৫১) নামে এক পল্লী পশু চিকিৎসক। গতকাল দুপুরে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে সদর উপজেলার ২৯ মাইল নতুনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব নতুনপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে।
বোদা হাইওয়ে থানার ওসি জানান, জুমার নামাজের পর সোহরাব মোটর সাইকেলযোগে নতুনপাড়া থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার পথে বেপরোয়া গতির এক ট্রাকের ধাক্কায় তিনি সড়কের পাশে গভীর খাদে পড়ে যান। এতে তিনি মাথা-পা ও ঘাড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বরিশাল ব্যুরো জানায়, জেলার গৌরনদীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারী নিহত ও আরো অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল দুপুরে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মইদুল আলম জানান, আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। নিহতের লাশ গৌরনদী থানায় পাঠিয়ে দেয়া হয়। গৌরনদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তমাল জানান, নিহত নারীর সাথে থাকা তার পাসপোর্টের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা এবং তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে। তার বাড়ি বাবুগঞ্জ উপজেলায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফেনী অফিস জানায়, চাকরির ইন্টারভিউ দিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো: রাসেল (৩২) নামে এক যুবক। গত বৃহস্পতিবার রাতে ১১টায় মহিপালে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত রাসেল কুমিল্লা সদর উপজেলার দেবীদ্বার সরকার বাড়ির মুজিবুর রহমানের ছেলে।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল জানান, অত্যন্ত দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের দিকে যাচ্ছিলেন রাসেল। ফেনীর মহিপালের অদূরে র্যাব ক্যাম্পের কাছাকাছি পৌঁছে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সামনের একটি গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের ওপর উল্টে পড়েন। স্থানীয়রা তাকে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার দুর্গাপুরে সড়ক পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে হাজেরা খাতুন (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। গতকাল দুপুরে আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবুর রহমানের স্ত্রী।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, দুপুরের দিকে গ্রামের বাড়ি থেকে অটোতে সদরে নিজ বাসায় ফিরছিলেন হাজেরা খাতুন। বাসার সামনে এসে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করেছে।
আলমডাঙ্গা ও দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে পাখিভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম কালা চাঁদ (৬২)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমডাঙ্গা থেকে সার কিনে নিজের পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন কালা চাঁদ। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রসূতি রোগীসহ সাতজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে এক প্রসূতিকে নিয়ে স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে বেসরকারি অ্যাম্বুলেন্সটি (চট্ট মেট্রো-চ ১১-১৪৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আহতরা হলেন, প্রসূতি নারী রোজিনা আক্তার (২৩), তার স্বামী নিজাম মৃধা (২৮) এবং তাদের স্বজন মাসুদ মৃধা (২১), জামাল হোসেন (৩৫), রাসেল বেপারী (২৬), আছমা বেগম (২৬) ও হালিমা বেগম (৩৫)। আহতরা সবাই পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া গ্রামের বাসিন্দা। তাদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা