২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিভিন্ন স্থানে কর্মসূচি পালনে বাধা হামলা

বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান
-


সারা দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে জেলায় জেলায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ অফিসের সামনে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অবস্থান নেন। এদিকে কর্মসূচি পালন নিয়ে বিভিন্ন স্থানে হামলা ও বাধার মুখে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলায় জেলা বিএনপির আহ্বায়কসহ ১০ জন আহত হয়েছে। ফরিদপুরে পুলিশের বাধায় অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায়। বগুড়ায় কর্মসূচিতে যাওয়ার পথে পুলিশ একাধিক ব্যারিকেড দিলে বাধার স্থানেই সমাবেশ করে নেতাকর্মীরা। ময়মনসিংহেও বিদ্যুৎ অফিস ঘেরাওয়ে পুলিশ বাধা দেয়।

পাবনা বিএনপির আহ্বায়কসহ আহত ১০
পাবনা প্রতিনিধি জানান, পাবনায় বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান ও মিছিল শেষে ফেরার পথে হামলা চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। হামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাওয়ার হাউজপাড়াস্থ বিদ্যুৎ অফিসে দিকে রওনা হয়। পথে বড় ব্রিজের মাথায় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে নেতাকর্মীদের বাগি¦তণ্ডা হয়। পরে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এদিকে একই সময়ে পাবনা জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেলের নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ট্রাফিক মোড়ে অবস্থান নেন। বিএনপি নেতাকর্মীরা সমাবেশ শেষে ফেরার পথে লতিফ টাওয়ার সামনে আসলে ট্রাফিক মোড়ে অবস্থান নেয়া সরকারদলীয় নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ ১০ জন আহত হোন। বিএনপির নেতাকর্মীরা পাশের লতিফ টাওয়ার মার্কেটে ঢুকে আত্মরক্ষা করলে সেখানেও যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় শহরজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দোকানপাট বন্ধ হয়ে যায়। হামলার সময় পুলিশ ও ডিবির বিপুল পরিমাণ সদস্য উপস্থিত থাকলেও তাদের কোনো ভূমিকা দেখা যায়নি।
তবে হামলার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, আমাদেরও শান্তি সমাবেশ চলছিল। বিএনপির নেতাকর্মীরা সেখানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আসার পথে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজীর বলেন, ছাত্রলীগ-যুবলীগের সমাবেশের সময় পাশ দিয়ে বিএনপি নেতাকমীরা যাওয়ার সময় একটা হট্টগোল হয়েছে। কোনো হামলা হয়েছে কিনা আমাদের জানা নেই।

ঢাকায় মিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক জানান, অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর পল্টন চায়না টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু করে ঢাকা জেলা বিএনপি। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি আরামবাগ মোড়ে পৌঁছায়। সেখানে বিএনপির মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে বিএনপির নেতাকর্মীরা আরামবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায়সহ দলটির নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় রিজভী বলেন, আওয়ামী লীগের এক সংসদ সদস্য বলেছিলেন, ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে। ফেরির বিদ্যুৎ এখন কোথায়? এই সরকার জনগণের অধিকারকে কারাবন্দী করেছে। গোটা দেশকে বন্দিশালা করেছে। এই পরিস্থিতির অবসানের জন্য সব গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, এই সরকার বিদ্যুৎখাতকে ধ্বংস করে দিয়েছে।
বেলা ১টা ১০ মিনিটের দিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়। পরে আরামবাগ মোড় থেকে বিএনপির কয়েকজন নেতা মতিঝিলের ওয়াপদা ভবনে একজন পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেন।
ওয়াপদা ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় অবস্থিত। বেলা ১টা ২০ মিনিটের দিকে বিএনপির কয়েকজন নেতা এই ভবনের নিচে পৌঁছান। সেখানে পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

ফরিদপুরে পুলিশের বাধায় পণ্ড
ফরিদপুর প্রতিনিধি জানান, পুলিশের বাধার কারণে ফরিদপুরে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের থানা রোডস্থ কার্যালয় থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা ঝিলটুলীর চৌরঙ্গী মোড়ে বিদ্যুৎ অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলটি শুরুর পরপরই কাঠপট্টির বিশু মিয়ার মোড়ের নিকট পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর সেখানেই নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এ সময় সেখানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপির একটি প্রতিনিধিদল চৌরঙ্গীর মোড়ে বিদ্যুৎ অফিসে পৌঁছে কর্মকর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এদিকে বিএনপির প্রতিনিধিদলটি বিদ্যুৎ অফিসে প্রবেশের মুখে শ্রমিক লীগের কর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করে।
অপর দিকে শহর আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি অবস্থান কর্মসূচির প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে শহর আওয়ামী লীগ। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেস ক্লাবে পৌঁছে শেষ হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান।

বগুড়ায় ব্যারিকেড ভেঙে মিছিল
বগুড়া অফিস জানায়, বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানে বাধা দিয়েছে পুলিশ। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল সমাবেশ করেছে বিএনপি। গতকাল বেলা ১১টায় জেলা বিএনপির নেতাকর্মীরা নবাববাড়ী রোডস্থ কার্যালয় থেকে টেম্পল রোডস্থ বিদ্যুৎ বিভাগের আওতাভুক্ত নেসকো বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২ কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে সদর ফাঁড়ির সামনে বাধা দেয় পুলিশ। তখন নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে শহীদ খোকন পার্কের সামনে আবারো পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। এ সময় দুপক্ষে বাগি¦তণ্ডার ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা সেখানেই সমাবেশ করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে বক্তব্য দেন হেলালুজ্জামান তালুকদার লালু, ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, লাভলী রহমান, নাজমা আক্তার, এম আর ইসলাম স্বাধীন, খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ।

খুলনায় কর্মসূচি পালন
খুলনা ব্যুরো জানায়, জেলা বিএনপি খুলনা মহানগরীর বয়রাস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে দলের নেতারা ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, এস এম শামীম কবির, আশরাফুল আলম খান নান্নু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, মনিরুজ্জামান লেলিন, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল হাসান নেইম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান সান্টু, নাদিমুজ্জামান জনি, মোল্লা কবির হোসেন, উজ্জ্বল কুমার সাহা প্রমুখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মসূচি
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, বিদ্যুৎখাতে সরকারের নজিরবিহীন দুর্নীতির কারণে উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় চরম সঙ্কট তৈরি হয়েছে। লোডশেডিংয়ের জন্য সরকারের গণবিরোধী নীতিই দায়ী। তিনি গতকাল দুপুরে নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে এসব কথা বলেন। বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ অফিসের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এনামুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস মিয়া চেয়ারম্যান, আবদুল গাফ্ফার চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মোস্তাফিজুর রহমান, আবু মো: নিপার, খোরশেদ আলম, মঈনুল আলম ছোটন, জিয়া উদ্দীন আশফাক, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্জুর আলম তালুকদার, সদস্যসচিব জমির উদ্দীন চৌধুরী মানিক প্রমুখ।

কুমিল্লায় কর্মসূচি পালন
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় বিদ্যুৎ অফিসের সামনে কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নগরীর শাসনগাছা বিদ্যুৎ অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীকে একটি স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, সদর উপজেলার আহ্বায়ক রেজাউল কাইয়ুম প্রমুখ।

ফেনীতে মিছিল ছত্রভঙ্গ
ফেনী অফিস জানায়, ফেনীতে বিএনপির কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি নেতাদের। দুপুর ১২টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল এলাকায় পিডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন দাবি করেন, সম্পূর্ণ বিনা উসকানিতে পুলিশ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষ করে ফেরার পথে লাঠিপেটা করে। পুলিশের লাঠির আঘাতে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, পাঁচগাছিয়া ইউনিয়ন যুবদলকর্মী গিয়াস উদ্দিন ও আবুল কালাম আহত হন। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, পুলিশ লাঠিপেটা করেনি। স্মারকলিপি প্রদান শেষে নেতাকর্মীরা সেøাগান দিয়ে সড়কে মিছিল করতে চেষ্টা করেন। কেউ যেন বিদ্যুৎ অফিসের দিকে না যেতে পারেন, সেজন্য আমরা তাদের সরিয়ে দিয়েছি।

ময়মনসিংহে পুলিশের বাধা
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে পুলিশের বাধার মুখে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গতকাল ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল সহকারে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে গেলে বাতিরকল মোড়ে পুলিশ বাধা দেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উত্তর জেলার বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।
যশোর অফিস জানায়, যশোরের চাঁচড়া বিদ্যুৎ ভবনের পাশে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন সংহতি প্রকাশ করে। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তৃতা করেন সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন প্রমুখ।
নোয়াখালী অফিস জানায়, বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পিডিপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান। বক্তব্য রাখেন বিএনপি নেতা সলিম উল্লাহ বাহর হিরন, মাহাবুব আলমগীর আলো, আবুনাছের, যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সেক্রেটারি নুরুল আমিন খান জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সকল