১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`
সিটি করপোরেশন নির্বাচন

গাজীপুরের ১৫০০ ইভিএম এখন বরিশালে

-

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বরিশাল পৌঁছেছে। সোমবার গত বিকেলে ১৫ শ’ ইভিএম পৌঁছায় বরিশালে। বরিশাল শিল্পকলা একাডেমিতে রাখা হয়েছে এসব মেশিন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি জানান, গাজীপুরে যে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে বরিশালে সেই মেশিনেই ভোট দেবেন ভোটাররা। বরিশালের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ইতোমধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন আইন অনুযায়ী শতভাগ সুষ্ঠু বলে জানান তিনি।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে সাতজন অংশ নেবেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোটের দাবি জানিয়েছিলেন। তবে সম্প্রতি বরিশালে প্রার্থী নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন ইভিএমে ভোট সম্ভব নয়। কারণ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সন্নিকটে। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটার ভোট দেবেন।


আরো সংবাদ



premium cement