২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
সিটি করপোরেশন নির্বাচন

কেসিসির আলোচনায় দুই ফটো সাংবাদিক

-

খুলনার নামকরা দুই ফটো সাংবাদিক এবার কেসিসি নির্বাচনে কাউন্সিলর পদে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এতদিন যারা সংবাদপত্রে ছবি ছাপানোর জন্য দিনরাত ব্যস্ত থাকতেন এখন তারাই ছবির ক্যাপশান হচ্ছেন। দুইজনই খুলনার বহুল প্রচারিত স্থানীয় দুটি দৈনিক পত্রিকার প্রধান ফটো সাংবাদিক। একজন আনোয়ারুল ইসলাম কাজল অপরজন রবিউল গাজী উজ্জ্বল। দুইজনই একসময়ের শিল্পনগর খ্যাত খুলনার খালিশপুরের বাসিন্দা। আনোয়ারুল ইসলাম কাজল ১১ নং ওয়ার্ডে ঘুড়ি মার্কা, আর রবিউল গাজী উজ্জ্বল ১২ নং ওয়ার্ডে কাঁটাচামচ মার্কা নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।
দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সহসম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল বলেন, ১১ নম্বর ওয়ার্ডে আমার জন্ম, বেড়ে ওঠা। প্রতিটা ঘরের সাথে আমার পরিচয়। সব শ্রেণীপেশার মানুষ আমাকে চিনে। বিপদ, আপদ, সাহায্য, সহযোগিতায় সাধ্যমতো সবার পাশে থেকেছি। তাছাড়া এলাকার যুব তরুণদের ক্রীড়ামুখী করতে ক্রীড়াসামগ্রী দিয়ে সহযোগিতা করা, শিক্ষাক্ষেত্রে কেউ যাতে পিছিয়ে না থেকে সেজন্য বিভিন্ন কর্মসূচি পালন করা, দুর্যোগ, মহামারীসহ বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতে সবার পাশে ছিলাম। এলাকাবাসী প্রতি আমার একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে। পেশাগত জায়গা থেকে দুর্যোগকালীন সময়েও জীবনের ঝুঁকি নিয়ে সবার পাশে দাঁড়িয়েছি। সহযোগিতা করেছি। সেজন্য ওয়ার্ডবাসী কাছে আমার দাবি, একটা বার যদি আমাকে সুযোগ দেন তাহলে ১১ নং ওয়ার্ডকে কেসিসির আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

১২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দৈনিক সময়ের খবরের সিনিয়র ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল বলেন, সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। উদীয়মান যুব সমাজের নামে সামাজিক, ধর্মীয় ও ক্রীড়াসংক্রান্ত বেশ কিছু কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তিনি এলাকাবাসীর কাছে সুনাম কুড়িয়েছেন। এছাড়া ওয়ার্ডের হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা পেয়েছে।
কাটাচামচ মার্কার উজ্জ্বল বলেন, করোনাকালীন সবাই যখন ঘরে বন্দী তখন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে রোগীর দ্বারে দ্বারে গেছি। মানুষের দুঃখ-দুর্দশায় সব সময় পাশে ছিলাম, আছি এবং থাকব। সেদিক থেকে ওয়ার্ডবাসী আমার কাজের মূল্যায়ন করবেন।


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪

সকল