২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাভারে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার : আটক ৩

-

সাভার থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সাথে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি জব্দসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রেসব্রিফিং করা হয়। আটককৃতরা হলো শিমুল (৩৬), তাওহিদ ইসলাম (৪৫) ও জসিম উদ্দিন (৪৫)। তাদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, গত ৭ মে দুপুরে সাভারের উলাইলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ ৬০ হাজার টাকা নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম ও মালিক সাভার থেকে হেমায়েতপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। টাকা নিয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি কালো থলের ভেতরে টাকা বহন করছিলেন নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম। এ সময় ছিনতাইকারীরা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে নাঈমের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ঘটনার পরদিন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফয়জুল হক সাভার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত শনিবার পটুয়াখালী থেকে জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়। পরে জসিমের দেয়া তথ্যানুযায়ী রাতেই নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় শিমুল ও তাওহিদ ইসলাম নামে আরো দু’জনকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই ছিনতাইয়ের ১১ লাখ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়। আটককৃত শিমুলের বিরুদ্ধে ডিএমপিসহ বিভিন্ন থানায় ৯টি, তাওহিদ ইসলামের নামে একটি ও জসিমের নামে তিনটি মামলা রয়েছে।
সাভার মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাভার একটি শিল্পাঞ্চল এলাকা। এই এলাকায় সব সময়ই বড় ধরনের লেনদেন হয়। তাই বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে সবাইকে বরাবরই পুলিশি সহায়তা নেয়ার কথা বলা হয়। জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিয়ে অথবা সরাসরি থানায় যোগাযোগ করেও যে কেউ এই সেবা নিতে পারবেন।

 

 


আরো সংবাদ



premium cement
জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

সকল