২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
৪৫ যাত্রীর হজে যাওয়ার অনিশ্চিয়তা

৩ এজেন্সি ও ৪ গ্রুপ লিডারকে শোকজ ধর্মমন্ত্রণালয়ের

-


গ্রুপ লিডারদের মাধ্যমে হজের টাকা পরিশোধ করলেও ৪৫ জনের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়ার সংবাদে টনক নড়েছে ধর্মমন্ত্রণালয়ের। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট হজ এজেন্সি ও গ্রুপ লিডারদের শোকজ করেছে মন্ত্রণালয়। গতকাল পৃথক দুটি চিঠিতে তাদের কারণ দর্শানোর চিঠি দেয়া হয়। এ ছাড়া একটি ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এজেন্সিগুলো হলো- আল হেলাল এয়ার ইন্টারন্যাশনাল, সাবিলুল জান্নাহ এয়ার ট্রাভেলস, আল মামুন ইন্টারন্যাশনাল ও গাজীপুর এয়ার ট্রাভেলস। গ্রুপ লিডাররা হলেন- ইসমাইল হোসেন, ইকবাল হোসেন, ওবায়দুল্লাহ ও আব্দুল হাই।
এজেন্সিগুলোকে শোকজ করা চিঠিতে বলা হয়, আকবর হজ গ্রুপ নাম দিয়ে ৪৫ জন হজযাত্রীর কাছ থেকে ২০২২ সালে টাকা নিয়েও তাদের হজে পাঠায়নি। এ বছর সাবিলুল জান্নাহ এয়ার ট্রাভেলস (লাইসেন্স নং-১১৪০), আল মামুন ইন্টারন্যাশনাল (লাইসেন্স নং-৩০৯) ও গাজীপুর এয়ার ট্রাভেলস (লাইসেন্স নং-৭৮২) তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েও হজে পাঠাতে যথাযথ পদক্ষেপ নেননি। নিজেদের হজ লাইসেন্স থাকা সত্ত্বেও আকবর হজ গ্রুপের নাম দিয়ে টাকা নিয়েও তাদের হজে পাঠাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ বিষয়ে অবিলম্বে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।

আরেক চিঠিতে নিজেদের হজ লাইসেন্স না থাকা সত্ত্বেও ৪৫ জন হজযাত্রীর কাছ থেকে টাকা নিয়ে হজে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েও হজে পাঠানোর যথাযথ পদক্ষেপ না নেয়ায় গ্রুপ লিডার ইসমাইল হোসেন, ইকবাল হোসেন, ওবায়দুল্লাহ ও আব্দুল হাইকে শোকজ করেছে ধর্মমন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, হজের লাইসেন্স না থাকার পরও আকবর হজ গ্রুপ ও আল হেলাল এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে হজে পাঠানোর কথা বলে ৪৫ জন হজযাত্রীর কাছ থেকে টাকা নিয়েও তাদের ২০২২ সালে হজে পাঠাতে পারেনি তারা। এমনকি এ বছরও হজে পাঠাতে যথাযথ পদক্ষেপ নিতে পারেননি ওই গ্রুপ লিডাররা। উল্টো তারা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। ফলে বর্তমানে ৪৫ জন ব্যক্তির হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে তাদের কাছে ব্যাখা চেয়েছে মন্ত্রণালয়।
এ দিকে হজের লাইসেন্স না থাকার পরও ট্রাভেল এজেন্ট আল হেলাল এয়ার ইন্টারন্যাশনাল হজযাত্রী পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা না নেয়ায় ওই ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


আরো সংবাদ



premium cement
বক্তব্য দিতে উঠে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২১.১৫ বিলিয়ন ডলার নোয়াখালীতে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১ আ’লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে : প্রধানমন্ত্রী তামিম ইস্যুতে মুখ খুললেন আশরাফুল ফরিদপুর বিভাগীয় রোডমার্চ : গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রস্তুতি সভা বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য উদ্বেগের কারণ : সিপিডি মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন : এক প্রার্থী চীনপন্থী, অন্য প্রার্থী ভারতপন্থী বিশ্বকাপ অক্ষুণ্ন রেখে অভিজাত গ্রুপে যোগ দিতে চায় ইংল্যান্ড সিরাতুন্নবী সা: উপলক্ষে শিবিরের আলোচনা সভা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ধর্মীয় শোভাযাত্রা

সকল